একতাই বল। একথা ছোট থেকে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি। কিন্তু আজকাল আর সেসব দেখা যায় না। মানুষ প্রত্যেকেই নিজের নিজের লভ্যাংশ বুঝে নিয়ে সরে পড়ার পথ খোঁজে৷ একতা থাকলে বাঁচা অর্থাৎ দৈনন্দিন জীবনযাপন যে কত সহজ হয়ে যায় তা বোধহয় মানুষ নিজেই বোঝে না৷ যাইহোক এমন দুর্দিনের সময় আপনার প্রতিবেদনটি পড়ে ভালো লাগল।