তোমার মায়ের শরীর খারাপ শুনে মনটা খারাপ হয়ে গেল। আশা করি উনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন৷ প্রবাসে থাকা যে কতটা অসুবিধে সে আর আমি আলাদা করে কি বলব! সেই পনের বছর বয়স থেকে বাইরে আছি। কত কিছু পারিবারিক বিষয়ে থাকতে পারি না৷ মাঝে মাঝে খুবই মন খারাপ হয়। এতো বছর পরেও৷ নীলফামারিতে কিছু করে পরিবারের পাশে থাকতে পারলে সত্যিই খুব আনন্দের হবে বিষয়টা।