এই ধরণের বাদাম আমি কোনদিন দেখিনি৷ খাওয়া তো অনেক পরের কথা। লেটুস আমারও খুব প্রিয়। তবে এখানে কোথাও দেখি না লেটুস হতে। বাজারেও কমই পাওয়া যায়৷ আপনার পোস্ট পরে যা বুঝলাম বর্তমানে সবজির দাম অনেকটাই কম, যা সাধারণ মানুষের পক্ষে বেশ ভালো। তবে যে ভাবে বেড়েছিল তা দেখেই এক প্রকার চক্ষু চড়কগাছ।
ছবিগুলো জীবনের প্রয়োজনীয় ছবি। দেখে বেশ ভালো লাগল।