ওয়েস্টার সস রান্নার সময় বেজায় গন্ধ করে তবে রান্নার পর পদ গুলো খেতে কিন্তু ভালোই লাগে।
চাইনিজ মাথায় রেসিপিগুলোতে ওয়েস্টার সসের ব্যবহার আমি প্রচুর ভয় দেখেছি আমরা বাঙালিরা ওইসব খাইনা। আপনার রান্না করা পদটি খুবই ভালো লাগলো। রান্নার টেক্সচারটা খুব সুন্দর এসেছে। মনে হচ্ছে খালি মুখেই সাবাড় করে দেওয়া যাবে ।