ডায়েটে থাকা মানুষজনদের এসব দেখা পাপ। ছবি দেখে নিজেকে এভাবে বোঝালাম, "ওই খাবারটা খেলে কি কি অসুবিধে হতে পারে"। তারপরেও এক চোখ বন্ধ করে পোস্ট পড়ে নিলাম৷ বিরিয়ানির লোভ সামলানো খুবই দুষ্কর। তাই আবারও বললাম নিজেকে- " নীলম তুই তো তোর দাদার হাতের বিরিয়ানিই ভালো খাস। এইগুলো ওই বিরিয়ানি না" যাইহোক দাদা আসতে অনেক দেরি। ততদিনে ডায়েট মাথায় উঠে যাবে আশা করছি। 😀😀
আপনারা এতো কাচ্চি খান কেনে? 😆😜
আপনাকে দাওয়াত দিলাম কাচ্চি খাওয়ার, চলে আসেন।