মুদ্রার উলটোপিঠ দেখার মানুষ সদাই সর্বত্র থাকবে।
এই সময়টা আবার নতুন করে শরীর অসুস্থ হওয়ার সময়। তাই খুব সাবধানে থাকাই কাম্য। তবে মাঝেমধ্যে সকালটা একটু অন্যরকম হলে মন্দ লাগে না। আপনি তো বেশ বইমেলায় কিনা বই নেড়েচেড়ে দেখছেন আমার এখনো সুযোগই হলো না।
নেড়েচেড়ে দেখলাম তবে পড়ার সুযোগ হলো কই, অনেকগুলো বই পড়ার আছে এখনো। তবে সময় বড্ড স্বল্প।