জীবনের তেতো সত্যগুলোকে কেন্দ্র করে আপনি চমৎকার কয়েকটি অনু কবিতা লিখেছেন। অনুকবিতা বা কবিতা যে সব সময় অন্তমিল হতে হবে এমন না। এর লাইন ৫/৬ এর মধ্যে হতে হয় আর খুবই কম শব্দের। অন্তমিল ঘটিয়ে ছোট কবিতাগুলোকে লিমেরিক বলে।
যাইহোক আপনার কবিতাগুলো বেশ লাগল পড়ে।