ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বেশ সুন্দর লিখেছেন। আসলে আগে আমাদের ঘর বাড়ি বিরাট ছিল, যেখানে জায়গার অভাব ছিল না আর সত্যি বলতে কি মানুষের এতো জিনিসপত্রের বাহুল্যও ছিল না৷ কিন্তু বর্তমানে অনেক ধরণের জিনিস কিন্তু জায়গা কম রাখার। সাথে সৌখিনতাও বেড়েছে৷ অতয়েব ইন্টেরিয়র তো দরকারই।