বহু বছর পর এবার সরস্বতী পুজোর দিন কলকাতায় থাকলেও উপকার করা হয়নি কারণ পুরো সময়টাই বইমেলায় কেটে গেছে। তবে খুব ভালো লেগেছিল যখন দেখেছিলাম ছোট ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা শাড়ি পাঞ্জাবিতে সাজগোজ করে বাঙালির ভ্যালেনটাইন ডে পালন করতে রাস্তায় নেমে পড়েছে। হা হা হা। তবে সরস্বতী পূজা নিয়ে আমাদের গল্প একটু অন্যরকম। সেইগুলো টিকিয়ে রাখার জন্য যেখানে থাকি সেখানেই পুজো করি। এবছর তাও সম্ভব হয়নি। দূর থেকে আপনাদের পুজোর ছবি দেখলাম এবং ব্লগ পড়ে উপভোগ করে নিলাম। খুব ভালো লাগল।