You are viewing a single comment's thread from:

RE: একুশে বইমেলা -২০২৫( প্রথম পর্ব )!!

in আমার বাংলা ব্লগ2 months ago

বইয়ের কদর সবাই বুঝবে এই আশা করা অন্যায় আমার মনে হয়। আমাকে তো এক সময় অনেক শুনতে হয়েছে বা আজও অনেকেই বলেন লেখালেখি করে কোন লাভ নেই। এগুলো পরে করলেও হবে বা না করলেও হবে। আমি তাদের এখন আর কিছু বোঝাতে চাই না আমি আমার মতই চলি। অমর একুশে বই মেলার কথা এতদিন টিভিতে দেখেছি এখন আপনার পোস্ট পড়ছি। বড় ইচ্ছে আছে একবার যাওয়ার। কবে সুযোগ হয়। এবার বইমেলা তেলেটি ম্যাগাজিন এর টেবিলে বসে এক টেবিল হয়েছে টেবিলের এপারে বসার থেকে ওপারে বইপ্রেমী বা বইপোকা হয়ে দাঁড়িয়ে থাকা অনেক ভালো তাতে অন্তত কয়েকটা স্টল ঘুরে দেখা যায়। আমার আর এসব সুযোগ এবারে একেবারেই হয়নি।