You are viewing a single comment's thread from:
RE: বিজ্ঞানমেলায় বিচারকের ভূমিকায় কিছুক্ষণ।
কলকাতায় বা শহরতলী অঞ্চলগুলোতে নানান ধরনের মেলা হয় তবে এই বিজ্ঞান প্রদর্শনীর মেলা সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হল নানান ধরনের স্কুলের ছাত্র-ছাত্রীরা বৈজ্ঞানিক ব্যাপার-স্যাপার গুলোর মডেল তৈরি করে উপস্থাপন করে। এবং সমস্ত দর্শকদের একে একে বুঝিয়েও বলে। এর সবথেকে ভালো দিক হল inovation এর পাশাপাশি তারা ভালো বক্তা হয়ে ওঠার ও সুযোগ পায়। ইংরেজি মিডিয়াম স্কুল গুলোতে কেউ এসব হয়েই থাকে তবে বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র-ছাত্রীরা এই ধরনের মেলার ফলে অনেক ভালো সুযোগ পায়।
এটা একদম ঠিক কথা বলেছিস। বাংলা মিডিয়াম স্কুল গুলোর পারফরম্যান্স দেখে আমি অবাক হয়ে গেছি। ভীষণ ছোট স্কুল গুলোর ছাত্রছাত্রীরাও খুব সুন্দর করে তাদের প্রজেক্ট দেখালো। সত্যিই এরা দেশের ভবিষ্যৎ হিসেবেই গড়ে উঠছে।।