ছোটর উপরে কি সুন্দর বানিয়েছ। বোহ আর্ট করতে করতেই আরো সুন্দর হয়ে যায়। একটি নতুন ফর্ম হস্তগত করতে বেশ কিছুটা সময় লাগে। হাইলাইটার পেন দিয়ে রং করেছো। সত্যি বলতে কি চট জলদি কাট ফর্ম শিখে নেওয়া সহজ নয়। সেই দিক থেকে তোমার এই কাজটি মোটের উপর ভালোই হয়েছে। তবে পরে আরো ভালো আর্ট দেখার আশায় রইলাম।
অবশ্যই দিদি,চেষ্টা করবো আরো সুন্দর আর্ট উপহার দেওয়ার জন্য।ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।