প্রচন্ড লোভনীয় খাবার-দাবারের ছবি শেয়ার করেছেন আপনি আজকে আমাদের সাথে। বাঙালি মানে মিষ্টি প্রিয় মানুষ। আরে শীতকালে নলেন গুড়ের রসগোল্লার মতো অমৃত স্বাদ বোধহয় আর কিছু হয় না৷ মাঝে লুচি, পুডিং, ভাপা পিঠে উফফ কাকে ছেড়ে কাকে দেখি। বেশ কায়দা করে ছবিগুলো তুলেছেন। ভালো লাগল।