আসলে দাদা কাছের মানুষদের থেকে আশাগুলো অনেক বেশি থাকে তাই কাছের মানুষের অল্প আঘাতে অনেক বেশি ধাক্কা লাগে। আমরা মনে মনে কোথাও গিয়ে ভাবি আমাদের দোষ বোন বা যাবতীয় জিনিস কাছের মানুষগুলো সবকিছুই অপেক্ষা করে আমাদের ভালবেসে যাবে কখনো আমাদের হাত ছাড়বে না, বিরাট পরিমানের আশা-ভরসা ভালবাসা সবকিছু ঘিরে থাকে এই কাছের মানুষ গুলোই। সেই জন্যই হয়তো আঘাতের পরিমাণ যেমনই হোক মনের আলোড়ন অনেক বেশি হয়। তবে জীবন যেহেতু নদীর মতো কেবল এগিয়ে যায় তাই কোন কিছুকে আঁকড়ে না থেকে এগিয়ে চলাই ভালো তাতে করে লক্ষ্য পূরণ হওয়ার পর কোন কষ্ট ইয়ার কষ্ট বলে মনে হবে না। আপনার পুরো বক্তব্যটা খুবই সুন্দর ছিল।