You are viewing a single comment's thread from:
RE: "প্রবন্ধ" ||রংপুরের আঞ্চলিক ভাষা নিয়ে||~~
খুব সুন্দর লিখেছ রংপুরি ভাষা নিয়ে৷ পশ্চিমবঙ্গেও এখন আঞ্চলিক উপভাষা নিয়ে অনেক লেখালিখি হচ্ছে৷ কারণ ভাষাগুলো টিকিয়ে রাখার প্রয়োজনীয়তা এসে গেছে৷ তার একটাই কারণ নগরায়ণ৷ শহরের মানুষরা নিজেদের অনেক উন্নত মনে করে সে ভাষার দিক দিয়েও৷ তাই তাদের মতোই গ্রামের মানুষরা কথা বলতে চায়৷ ভাষায় উন্নত হতে চায়৷ ফলত মাটির ভাষা দিন দিন মাটিতেই মিলিয়ে যাচ্ছে৷
তোমার লেখায় সমৃদ্ধ হলাম।