You are viewing a single comment's thread from:
RE: জগদ্ধাত্রী পুজোয় একটু বের হওয়া
মা দুর্গা হলেন রনংদেহী৷ কিন্তু জগদ্ধাত্রী হলেন ঘরোয়া মহিয়সী৷ গতকাল যখন ট্রেন ধরব বলে বেরলাম রাস্তায় কিছু প্যান্ডেল দেখে বুঝলাম জগদ্ধাত্রী পুজো চলছে৷ বেশ কয়েকবছর আগে উত্তরপাড়ার ওই দিকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম। বিশাল বিশাল ঠাকুর৷ আর কী দারুণ তার সাজ৷ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতন। আপনার ব্লগ পড়ে ওই রূপসী মুখগুলোই আমার চোখের সামনে ভেসে উঠল।
ধন্যবাদ দিদি, এত সুন্দর করে এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।