আপনার অণুগল্পের প্লটটা খুব ভালো। তবে অণুগল্পের সংজ্ঞা হিসেবে শেষের দিকে ক্লাইম্যাক্স থাকবে সেখানে সবটা লেখক বলে দেয় না পাঠকের জন্য ভাবার জায়গা থাকে। আপনার গল্পে আপনি সবটাই বলে দিয়েছেন কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় সুমির বোনের বরের সাথে তার বিবাহটা না দেখিয়ে ওইখানটাতে খানিকটা টেনে দিয়ে যদি শেষ করে দিতেন তাহলে পাঠক ভাববার অবকাশ পেতো যে শেষে কি হল বিয়ে কি আদৌ হলো নাকি হলো না?
গল্পটি পড়ে আমি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত দিলাম আপনি কিছু মনে করবেন না।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।