সংসারে মানুষ আগে নিজের চাহিদা মনের অবস্থা এইগুলোই বিচার করেন। আপনার সহমত পোষণ করছি। মানুষ আসলে চাহিদার গণ্ডি বুঝতে পারে না৷ তাই ভালো থাকারও কোন সীমা পরিসীমা নেই৷ আর আপনার শুভাকাঙ্ক্ষীদের কথা বলছেন? জানবেন মনুষ্যজাতি যতটা দয়া দেখাতে ভালোবাসে ততটাই প্রাণ খুলে ভালোবাসতে কুণ্ঠিত হয়।
এদের চিনে নিন। আর সাবধানে মিশুন৷ এটাই বলার৷
সত্যি তাই সবাই সবার ভালো থাকাটা আগে নিশ্চিত করে।কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আমি নিজের ক্ষতি করে হলেও অন্যের ভালো থাকা নিশ্চিত করি।তবে এখন থেকে কিছুটা মানুষ চেনার ক্ষমতা হচ্ছে আশাকরি আগামীতে আর এই ভুল গুলো হবে না।ধন্যবাদ দিদি।💗💗