You are viewing a single comment's thread from:

RE: বাঙলা সাহিত্য ও বিদেশী শব্দ

in আমার বাংলা ব্লগ25 days ago

বাংলা ভাষা বলে আমরা যাকে বলি তা তো শুরু থেকেই মিশ্র। স্বতন্ত্রতা কোনদিনই ছিল না৷

সাহিত্য রচনার ক্ষেত্রে কয়েকটা বিষয় বর্তমানে চলছে তা হল, লিখিত ভাষা যা আগে ব্যবহৃত হত তা আর হচ্ছে না। মানুষ চলিত ভাষাতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করছে। আপনি লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু আমাদের বাবা মায়েদের থেকে অনেক বেশি ইংরেজি শব্দ ব্যবহার করি কথা বলার সময়।

এখন কথা হচ্ছে জোর করে কিছু প্রয়োগ হচ্ছে নাকি! সাহিত্য জগতে এমন অনেকেই আছে শিক্ষার স্মার্টনেস দেখাতে গিয়ে জোর করে ইংরেজি শব্দ বা বাক্য ঢুকিয়ে দেয় যা প্রয়োজনীয় নয়। সেখানে বানান ভুল থাকে, বাক্যগঠন ভুল থাকে। আমরা পাঠক হয়ে দেখি।

আসলে বহতা যে দিকে নিয়ে যাবে সেই দিকেই যেতে হবে৷ এই ট্রেন্ড টাও থাকবে না বেশি দিন৷ পরিবর্তন হবে৷ কেন বলুন তো? Change is the only constant.