অনেকদিন পর আবার আপনার পোস্ট পড়লাম৷ কেমন আছেন আপনি?
বই এর মতো উপহার হয়না পৃথিবীতে। যারা বই দেয় তাদের কে আমার খুবই ভালো লাগে৷ হয়তো বইয়ের প্রতি আমার নিজের দুর্বলতা বেশি তাই৷ আপনার দুটি বই ভালো। আমি আবার আগাথা ক্রিস্টির ফ্যান। উপরি পাওনা হিসেবে দুটি বুকমার্ক পেয়েছেন। সেটিও বেশ সুন্দর হয়েছে। রিসাইকেল করাও একটি ক্রিয়েটিভিটি৷ এপর বইগুলোর রিভিউর অপেক্ষায় রইলাম।
হ্যা দিদি। বেশ অনেক দিন পর। আশা করছি এবার থেকে একদম নিয়মিত হবো। বই দুটোর কোনটা দিয়ে পড়া শুরু করবো বলেন তো? অবশ্যই চেষ্টা করবো রিভিউ শেয়ার করার।