সব থেকে প্রিয় পিঠে আমার চিতই পিঠে৷ আপনার ব্লগটি পড়তে পড়তে আমার রীতিমতো জিভ দিয়ে জল গড়িয়ে পড়ল। কি যে লোভনীয়। আতপ চালের পিঠে মানে নিশ্চয়ই খুব নরম হয়েছিল। এই পিঠেটা দুধে সেদ্ধ করেও খায় তাই না? আমরা এপার বাংলায় ঝোলা গুড় দিয়ে খাই।
সব থেকে প্রিয় পিঠে আমার চিতই পিঠে৷ আপনার ব্লগটি পড়তে পড়তে আমার রীতিমতো জিভ দিয়ে জল গড়িয়ে পড়ল। কি যে লোভনীয়। আতপ চালের পিঠে মানে নিশ্চয়ই খুব নরম হয়েছিল। এই পিঠেটা দুধে সেদ্ধ করেও খায় তাই না? আমরা এপার বাংলায় ঝোলা গুড় দিয়ে খাই।
জ্বি আপু দুধ চিতই পিঠা তৈরির সময় খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যে করার জন্য।