You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২০
যাওয়া মানেই তো আর যাওয়া নয়
টুকিটাকি পায়ের ছাপ
আঙুলে আঙুল ছোঁয়ার স্মৃতি
সেই সব যখন দিয়েছ
তখন প্রেমে, ভালোবাসায় জোয়ার ছিল
আরও কত কি —
হাসি, সুখ সবটাই নির্ভেজাল উল্লাস;
চোখ বন্ধ করে মেঘেদের ছুঁতে
তুমিই শিখিয়েছ।
চলে গেছ বলে যে ছিলে না
কিংবা উল্লাসে দানা দানা বালি এমন তো নয়
মুহুর্তগুলো আজ যেমন আমার
কালও তো আমারই ছিল
হোঁচট বলছে তুমি নেই
অথচ তুমিই আছো সকালের সূর্য হয়ে
বাউলের নিদারুণ প্রেম...