You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৬
কি জানি কি হয় রোজ সকালবেলায়
ঝমঝমিয়ে পাখির বেশে বৃষ্টি আসে,
আমি পশ্চিম থেকে বলছি, আমারও
নদীতে কাগজ কি ক্যস্তি ভাসে।।
মনে আছে কত মেঘের খোলস খুলে
জ্বালিয়ে ছিলে তারার আলো,
আজ তোমার তীব্র দহন দিনে
দিকে দিকে সবুজ প্রদীপ জ্বালো।।
ঝমঝমিয়ে আসুক বৃষ্টি ঝেপে।