সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। 🌙🌟
শুভ বিকাল 🌇
আজ ৩১ ই মার্চ,
রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ঈদের শুভেচ্ছা মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজের মধ্যে দিয়ে ঈদকে উদযাপন করতে পেরেছি। ঈদ সবার মাঝে নিয়ে আসে হাসিখুশি ও নানা আয়োজন। ঈদের মধ্য দিয়ে পরিবারের মাঝে ছোটদেরকে সালামি দেওয়া এবং এবং বড়দের কাছ থেকে সালামি পাওয়ার আনন্দ ঈদের আরেকটি অংশ। এক মাস রোজা রাখার পর সৃষ্টিকর্তার অনুগত্য হাসিল করা ছিল আমাদের একমাত্র কাম্য। রমজান মাস ছিল অতি বরকতময় এবং রহমতের মাস, এই মাসকে পেয়ে আমরা পরম দয়ালু সৃষ্টিকর্তার কাছ থেকে যতটুকু আদায় করতে পেরেছি আশা করি সকলের জন্য যথেষ্ট নয়। ক্ষমা পাওয়া ও জান্নাত লাভের আশা প্রতিটি মুমিনের একমাত্র চাওয়া ছিল। যাইহোক আমরা যতটুকু চেয়েছি সৃষ্টিকর্তা আমাদেরকে তার চাইতেও বেশি দিয়েছে এই আসা সব সময় রাখা।
অবশেষে শাওয়াল মাসে চাঁদ দেখার পর ২৯ টি রোজার মধ্য দিয়ে সমাপ্ত ঘটে রমজান মাস। আবার অপেক্ষায় আছি সামনের বছরে রমজান পাওয়ার আশায়। অফিসে দীর্ঘ চাপের কারণে রমজান মাসের শেষের দিকে খুবই ব্যস্ত ছিলাম। অবশ্য এই সময়ে সবাই কম বেশি ব্যস্ত ছিল। পরিবারের জন্য সামান্য সুখ শান্তির জন্য মূলত এই ব্যস্ততা। যাইহোক আজকে সকালে ঘুম থেকে উঠে খুব সকাল সকাল গোসল করে রেডি হতে হয়। কেননা আমাদের এখানে জেলা মারর্কজ মসজিদে ৭:১৫ মিনিটে জামাত শুরু হয়ে যায়। পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে একসঙ্গে ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার অনুভূতি বলে বোঝানোর মত নয়। সবাই নতুন কাপড় পড়ে তাই সবার মুখে হাসি দেখে নিজের মনে প্রশান্তি পাওয়া যায়। কেননা পরিবারে শান্তি থাকলে ঈদ উদযাপনের সময় টা আমার কাছে ভালো লাগে।
তবে চাহিদার বেশি কোনো কিছুই ভালো না। পরিবারের ইনকামের উপর সকলকে সে ভাগ করে নেওয়া হলো আসল বিষয়। সবাই একসঙ্গে অল্প খেলেও শান্তি পাওয়া যায়। আমার পরিবারের ঈদের সময় সবাই দিনগুলোর এক সঙ্গে কাটাই। দুঃখ কষ্টের ভাগাভাগি করে নেয়া মানেই তো আসল ভালোবাসা। এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি এবং সম্মান জানাই। তবে আবেগের বসে অতিরিক্ত কোন কিছুই ভালো না। অতিরিক্ত কেনাকাটা ও চাহিদা ব্যাপক থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। তাই অল্প চাহিদা ও অল্প খাবারে চাহিদা মেটাতে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। ঈদগাহে হেঁটে নামাজ পড়ে এসে হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি। কেননা এত দিনের ক্লান্তি এক দিনের ঘুমে দূর হবে না। তাই প্রতিটি পরিবারের সুখ শান্তির ও মঙ্গল কামনা করে আজকে আমার ঈদের শুভেচ্ছা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছি। সবার পরিবারের সাথে ঈদের দিন গুলো ভালোভাবে কাটান এই কামনায় করি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | 🌙🌟 সবাইকে ঈদ মোবারক।। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1906667634936139839?t=WAZFJwxP_4_jX-3YUf8Dpw&s=19
X-Promotion