ভ্রমণ // কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ।
শুভ দুপুর 🌅
আজ ১০ ই ফেব্রুয়ারী,
রোজ সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ , বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আমি গত মাসে কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলাম। আমাদের ময়মনসিংহ শহরে ক্ষুদ্র কুটির শিল্প মেলা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আমি চেষ্টা করি প্রতি বছর বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। সেখানে গিয়ে আমি বেশ কিছু কেনাকাটা করি। বিশেষ করে মেয়েদের জন্য সেই মেলায় অনেক ধরনের রকমারি পোশাক ও কসমেটিকের দোকান বসে। শুধু তাই নয় বাচ্চাদের জন্য বিভিন্ন রাইট এবং খেলাধুলার ব্যবস্থা রয়েছে। কিন্তু তার জন্য আলাদা টিকেট কেটে সে রাইড গুলোতে অংশগ্রহণ করতে হয়। শহরের মানুষ সেই মেলায় গিয়ে নৃত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করেন। বেশিরভাগ মানুষ ঘোরাঘুরি করার জন্য সে মেলায় অংশগ্রহণ করেন। আমিও সময় করে রাতে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য।আমি কিছু কেনাকাটা এবং বেশ কিছু ফটোগ্রাফি করেছি আজকে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
শিল্পা ও বাণিজ্য মেলায় রাতে প্রতিটি দোকানে খুব সুন্দর করে জিনিসপত্র সাজানো গোছানো ছিল। বিশেষ করে শিশুদের জন্য খেলাধুলার জন্য স্লিপার রাইড রাখা ছিল। এই রাইট গুলোতে বাচ্চারা এক দিক দিয়ে উপরে উঠে অন্য দিক দিয়ে নিচে পড়ে খুব আনন্দ উল্লাস করছিল। আমি মনে করি বাচ্চাদের জন্য এই রাইড গুলো সবচাইতে আনন্দ উল্লাসের বিষয়। তার একটু সামনে একটি দোকানে মানুষের তৈরি পাখির বাসা দেখতে পেলাম। এই ধরনের পাখির বাসা গুলো বিভিন্ন রেস্টুরেন্ট এবং বাড়ির বারান্দায় ডেকোরেশন করার জন্য ব্যবহার করা হয়।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
একটু সামনে গিয়ে একটি নাগরদোলা দেখতে পেলাম। ছোট বেলায় কাঠের তৈরি নাগরদোলায় উঠতে আমি প্রচুর ভয় পেতাম। বড় হয়ে এখনোও উঠতে আমার ভয় লাগে। তবে অনেক মানুষ এই আধুনিক নাগর দোলায় উঠে অনেকে এনজয় করছিল। পাশে ছোট আরও একটি দোকান দেখতে পেলাম যেখানে মেয়েদের বিভিন্ন কসমেটিক্স বিক্রি করছিল। মেলায় গেলেই এই দোকানগুলো বেশি দেখা যায়। সবাই কম বেশি কেনাকাটা করছিল দেখে ভীষণ ভালো লেগেছে। আমিও আমার স্ত্রীর জন্য কিছু কসমেটিক্স কিনে নিয়ে দিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
অল্প একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটি ভদ্রলোক পিঠা তৈরীর বিভিন্ন উপকরণ ও যন্ত্র বিক্রি করছিল। খুব সহজে চাপ দিয়ে নকশি পিঠা ও পুলি পিঠা তৈরি করে যায়। অনেকেই সুন্দর করে এই ধরনের পিঠাগুলো তৈরি করতে পারেনা। তাদের জন্য আমি মনে করি এই পিঠা বক্সগুলো অনেক উপকারে আসবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তাই কিছু ফটোগ্রাফি করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
সামনে আরও একটি দোকান দেখতে পাই। সেখানে বিভিন্ন পারফিউম বিক্রি করছিল। আথর, সেন্ট এবং পারফিউম এর প্রতি আমার আলাদা আকর্ষণ। এগুলো দেখলে কিনে ব্যবহার করতে ইচ্ছে করে। বিশেষ করে আমি আতর ইউজ করি। তাই অ্যালকোহল মুক্ত একটি আতর কিনে ছিলাম। দৈনন্দিন কাজে বিভিন্ন জায়গায় গেলে ও নিত্য প্রয়োজনের জন্য আতর ব্যবহার করা জরুরী। দোকানদার খুব সুন্দর করে পারফিউম গুলো সাজিয়ে রেখেছেন। যেকোনো মানুষের দেখে মন জুড়িয়ে যাবে। আমার কাছে ভালো লেগেছিল তাই বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। পাশে আরও একটি দোকানে বিভিন্ন ডিজাইনের কলম ও পেন্সিল বিক্রি করছিল। আমি ছোটবেলায় এই জিনিসগুলোর জন্য বাবার কাছে অনেক আবদার করতাম। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ। |
লোকেশন | কাচারি রোড , ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে শীতকাল আসলেই যেন মেলার ধুম পড়ে যায়। আমাদের রংপুরে ও এই মেলাটি দীর্ঘ এক মাস থেকে চলতেছে। আসলে এ ধরনের মেলাগুলোতে গেলে অনেক কিছু দেখা হয় এবং অনেক আনন্দ উপভোগ করা যায়। এবং অনেক অনেক নতুন অভিজ্ঞতা ও হয়।
বর্তমানে কমবেশি সব জায়গাতে বাণিজ্য এবং কুটির শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনার মেলায় কাটানো মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। এই বাবুই পাখির বাসা গুলো ডেকোরেশন এর জন্য রাখা হয়। এটা দেখতে আসলেই ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আপনার মেলায় কাটানো মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
এই সময় মনে হয় সব জায়গাতেই বাণিজ্য মেলা শুরু হয়েছে।আমাদের ঐদিকেও বানিজ্য মেলা শুরু হয়েছে তবে এখনো আমি যাইতে পারিনি।কারণ বাসার বাইরে থাকার কারনে কোন জায়গায় যাওয়া হচ্ছে না।আসলে এইরকম মেলা গুলোতে ঘুরতে খুবই ভালো লাগে। আপনার পোস্ট টি পড়ে দারুন লাগলো। তার সাথে সুন্দর সুন্দর কিছু মেলার ফটোগ্রাফি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
মেলা ভ্রমন করলে অনেক কিছু দেখার সৌভাগ্য মেলে। যেখানে পরিচিত অপরিচিত অনেক কিছু দেখতে পারা যায় কিনতে পারা যায় অনেক মানুষের উপস্থিতি থাকে সেখানে। তাই আমিও মেলা ভ্রমণটাকে বেশি পছন্দ করি। অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই ভ্রমণ পোস্ট দেখতে পেরে।
কুটির শিল্প ও বাণিজ্য মেলা অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এরকম মেলা ভ্রমণের মধ্যে রয়েছে অনাবিল আনন্দ। যাহোক সুন্দর একটি মেলা ভ্রমণ করে উক্ত মেলার দারুন সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এরকম মেলায় বেশ সুন্দর সুন্দর জিনিসপত্রও পাওয়া যায়।
কুটির শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই তো অনেক ভালো লেগেছে। আপনার মেলায় ভ্রমণ করার পুরো মুহূর্তটা অনেক বেশি ভালো ছিল। মেলায় ঘুরাঘুরি করার সময় অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সব মিলিয়ে আমার কাছে আপনার কাটানো পুরো মুহূর্ত অনেক ভালো লেগেছে।