প্রিয় মানুষের বাসায় ভ্রমণ করে বড়ই খাওয়ার অনুভূতি।
শুভ রাত্রি 🌃
আজ ১৩ ই মার্চ,
রোজ রবিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ , বাংলাদেশ থেকে।
![]() |
---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় মানুষের বাসায় ভ্রমণ করে বড়ই খাওয়ার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত দুই মাস আগে গিয়েছিলাম বন্ধুকে সঙ্গে নিয়ে প্রিয় মানুষ সোহাগ ভাইয়ের বাড়িতে ভ্রমণ করতে। সোহাগ ভাই আমার অফিস কলিগ, কিন্তু সব সময় আমার সঙ্গে বন্ধুর মতো বিপদে আপদে পাশে থাকেন। মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমন করি সোহাগ ভাইয়ের সঙ্গে। তবে সেদিন গিয়েছিলাম সোহাগ ভাই এর গ্রামের বাড়িতে। ময়মনসিংহ শহর থেকে ২০-২৫ কিলোমিটার দূরে গৌরিপুর উপজেলায় সোহাগ ভাইয়ের গ্রামের বাড়ি অবস্থিত। সোহাগ ভাই সব সময় আমাদের সঙ্গে শহরে থাকেন। শহরে থেকে জব ও লেখাপড়ার পাশাপাশি পরিবারের দেখা শোনা করেন। সোহাগ ভাই আমাদেরকে জানায় তাদের বাড়িতে বরই গাছের বাগান রয়েছে। সে বাগানে বিভিন্ন ধরনের বড়ই ধরেছে। বিশেষ করে আমাদেরকে তার বাড়িতে দাওয়াত এবং বড়ই নিয়ে আসার জন্য বলেছিল। তাই সময় সুযোগ করে আমার বন্ধু-মোস্তাকে সঙ্গে নিয়ে বাইক চালিয়ে গিয়েছিলাম সোহাগ ভাইয়ের বাড়িতে। সে অনুভূতি ও অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- গৌরীপুর উপজেলা, সদর ময়মনসিংহ।
গৌরীপুর উপজেলা থেকে অনেকটা ভিতরে আসতে হয়েছিল। ভিতরে রাস্তায় কাঁচা ছিল, তাই মোটরসাইকেল দিয়ে যেতে অনেক কষ্ট হয়। সোহাগ ভাই আগে থেকে বাসায় ছিল, তাই তার মাধ্যমে যোগাযোগ করে খুব সহজে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। গ্রামীন পরিবেশে সোহাগ ভাইয়ের বাসা মনোমুগ্ধকর। অনেকদিন পর গাছপালার বাগান এবং অনেক বড় উঠান দেখতে পেয়েছিলাম সোহাগ ভাইয়ের বাসার সামনে। সামান্য সময় রেস্ট করে চলে যাই বাগানের দিকে। বিশাল বড় বাগানের এক কোণ অনেকগুলো লেবু গাছ দেখতে পেয়েছিলাম। চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি করতে।
ছবির অবস্থান :- গৌরীপুর উপজেলা, সদর ময়মনসিংহ।
অল্প সময় হাঁটার পর কাঙ্খিত সে বড়ই গাছটি দেখতে পাই। গাছে প্রচন্ড বড়ই দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। মাটি থেকে সম্পূর্ণ গাছে প্রচুর বড়ই ছিল। পাকা বড়ুই গুলো গাছে দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না। সোহাগ ভাই বাড়িতে না থাকায় বাগান দেখাশোনা মতো তেমন মানুষ নেই বললেই চলে। সোহাগ ভাই আমি ও আমার বন্ধু মোস্তাক একটি ব্যাগের ভিতর বড়ই ভরতে শুরু করি। শুরু থেকে আমি অনেকগুলো বড়ই খেয়ে নিয়েছিলাম। খেতে খুবই সুস্বাদু এবং টেস্ট ছিল। ভাই অনেক দিন ধরে বলছিল ভাই বাড়িতে আসার জন্য, কিন্তু সময় সুযোগের কারণে আসা হয়নি।
ছবির অবস্থান :- গৌরীপুর উপজেলা, সদর ময়মনসিংহ।
তবে গাছে প্রচন্ড কাটা থাকায় বড়ই গুলো পারতে অনেক কষ্ট হয়েছিল। তবে মোস্তাক কাটার মাঝে সোহাগ ভাইয়ের সহযোগিতায় অনেকগুলো বড়ই পেরেছিল। আমি প্রথম দিকে অনেক কাটার আঘাত পেয়েছিলাম। পরবর্তীতে নিজের ব্যাগ ভর্তি করে নিয়েছিলাম। একটা জিনিস চিন্তার বিষয়। সেখানের লোকজন কত ভালো, গাছে ফল থাকা সত্ত্বেও চুরি করার মতো কোনো মানুষ নেই। এই গাছ আমাদের এখানে থাকলে হয়তো ফুল আসার সঙ্গে সঙ্গে চুরি করে বড়ই খেয়ে নিত। সে দিন মনে হয়েছিল শৈশবে ফিরে গিয়েছিলাম। কেননা শৈশবে এভাবে অনেক বড়ই চুরি করে খাওয়া হতো। এর পর আমরা সবাই একসাথে একটি সেলফি নিয়েছিলাম। বড়ই খাওয়ার পর আমরা সবাই দুপুরে খাবার খেয়ে বেশ কিছু সময় আড্ডা দিয়েছিলাম। অনেকদিন পর এমন আনন্দ ঘন সময় অতিবাহিত করেছিলাম। এরপর প্রিয় ভাইকে সঙ্গে নিয়ে আমরা শহরের দিকে রওনা করলাম। তবে প্রিয় মানুষের বাসায় ভ্রমণ করে বাগানের বড়ই এবং খাওয়া দাওয়ার অনুভূতি বলে বোঝানোর মত নয়। সময় গুলো খুব ভালো কেটেছিল যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | প্রিয় মানুষের বাসায় ভ্রমণ করে বড়ই খাওয়ার অনুভূতি। |
লোকেশন | গৌরীপুর উপজেলা , ময়মনসিংহ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1903480022553550985?t=uw-aZfYmFYj6miPQW-nEjg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1903482651954356511?t=9uS9DexGXmv6sYJvS52hnQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1903628579172438058?t=R3PqPw2NWh3ic-M-t6dPoA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1903714020659757331?t=_DVs9dgR68u4MtXaj_XLxg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1903768585379729457?t=BuKMybVrK058sGm7y2uwaw&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1903874152207167555?t=D6tt9P1t0WNC0xTBV9sQyQ&s=19
বাহ বড়ই বাগান দেখে লোভ লেগে গেল ভাইয়া। সারাসরি গাছ থেকে বড়ই পেরে খাওয়ার মজাই আলাদা। প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে গেলেন। আর সুন্দর সময় কাটালেন। এমন সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।