শৈশব কালে বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভেজার অনুভূতি।
শুভ রাত্রি 🌃
আজ ২৫ ই ফেব্রুয়ারী,
রোজ মঙ্গলবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
![]() |
---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত দুই তিন দিন যাবৎ ছেলে খুবই অসুস্থ। ছোট বাচ্চা অসুস্থ থাকলে পুরো পরিবার অসুস্থ হয়ে যায়। গত দুইদিন যাবৎ রাতে আমি একদম ঘুমাতে পারিনি। আমার ছেলের জ্বর ছিল ১০০ প্লাস, সঙ্গে ঠান্ডা কাশি। এত সাবধানে রাখার পরও হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। ডাক্তারের পরামর্শে দুইবার ওষুধ চেঞ্জ করে এন্টিবায়োটিক খাওয়ানো হয়। আজকে সকাল থেকে যার কিছুটা কমেছে, একটু স্বাভাবিক দেখতে পাই। যেহেতু আমার ছেলের বয়স ৫ মাস ১৫ দিন তাই সব সময় টেনশন এবং দুশ্চিন্তা মাথার ভিতরে ঘুরপাক খায়। যাইহোক সৃষ্টিকর্তা হয়তো পরীক্ষা নিচ্ছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
আমাদের শৈশবে বৃষ্টিতে ভেজার অনুভূতি কমবেশি সকলেরই রয়েছে। শৈশবের দিনগুলোকে স্বর্ণযুগ বলা হয়। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। মাঝেমধ্যে মনে হয় কিছু দিন আগেও ছোট ছোট বন্ধুদের সঙ্গে একসঙ্গে বৃষ্টিতে ভিজেছি। খেলাধুলা করেছি বিভিন্ন পন্থা অবলম্বন করে। খাওয়া-দাওয়া ভুলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা মেতে থাকতাম প্রায় সারাক্ষণ। তার জন্য মায়ের কাছে শুনতে হয়েছে নানা ধরনের বোকা। কিন্তু বয়স তো শৈশব কে শুনে কার কথা। শীত শেষ হয়ে গরম আসার পর বিভিন্ন গাছে বিভিন্ন প্রকার ফল পরিপক্ক হতে শুরু করে। হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে পড়ার সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে নিয়ে বের হয়ে যাই বৃষ্টিতে ভেজার জন্য। বৃষ্টিতে ভেজার ছলে ফল চুরি করা হতো বিভিন্ন গাছ থেকে। ভালো-মন্দ বোঝার ক্ষমতা ছিল না তখন।
মাঝেমধ্যে ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় এই তো কিছুদিন আগেও গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করে চোখ লাল করে বাসায় চলে আসেছি। সে অনুভূতি বলে বোঝানোর মত নয়। আবহাওয়া কালো মেঘে অন্ধকার করা সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিয়ে নিতাম বৃষ্টিতে ভিজতে যাওয়ার জন্য। মা আগে থেকে নিষেধ করত কিন্তু তারপরেও লুকিয়ে চলে যেতাম। কাদামাটির মাঝে তৈরি করতাম বিভিন্ন স্লিপার। একজনের পর আরেকজন বন্ধু স্লিপ কেটে খেলাধুলায় মেতে উঠতাম। ঝড় বৃষ্টির সময় বিভিন্ন গাছ থেকে আম কুড়ানোর স্মৃতিগুলো প্রায় সকলের হৃদয়ে গাঁথা। বন্ধুদের সঙ্গে ছিল গভীর সম্পর্ক। সে সম্পর্ক ছিল না স্বার্থের, ছিল না টাকা-পয়সার। মন থেকে একজনের বিপদে আর একজন ঝাঁপিয়ে পড়তাম। ভালোবাসা ও বিশ্বাস ছিল প্রতিটি বন্ধুদের মাঝে। বিশেষ করে যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম। মিষ্টি আসা মাত্র মাঠে ভেজার জন্য চলে যেতাম।
ছোটবেলা থেকে ফুটবল খেলার প্রতি প্রবল নেশা ছিল আমার। অতিরিক্ত বৃষ্টির পানি ফসলের জমিতে জমে থাকে। তখন ফুটবল খেলা জমে যেত। যেখানে বল সেখানে সবার অবস্থান। কাদামাখা শরীর নিয়ে হাজির হতাম মায়ের সামনে। মা আমাকে দেখামাত্র হাতে যা ছিল তা নিয়েই দৌড়ানি দিত। সবকিছু ভুলে আবারো চলে যেতাম বৃষ্টিতে ভেজার জন্য। গ্রীষ্মের ছুটিতে বৃষ্টিতে ভেজার দিনগুলি আমার এখনো মনে পড়ে। সময়ের ব্যবধানে সবকিছুই হারিয়ে গিয়েছে। হারিয়েছি প্রিয় বন্ধুত্ব ও খেলাধুলার সুন্দর মুহূর্ত। মাঝেমধ্যে মাঠে ছোট বাচ্চাদের খেলাধুলা দেখলে শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায়। তাই আজকে শৈশবকালে বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভেজা অনুভূতি নিয়ে কিছু লাইন লিখেছি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | শৈশব কালে বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভেজার অনুভূতি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
সত্যি ছোটবেলার সময়টাকে জীবনের সব থেকে মধুর সময় বলা হয়। আপনার বাচ্চা তো অনেক ছোট ভাইয়া। এত ছোট মানুষের এত পরিমান অসুস্থতা পরিবারের সবাইকে অসুস্থ করে দেবে এটাই স্বাভাবিক। সৃষ্টিকর্তার কাছে আপনার সন্তানের দ্রুত সুস্থতা কামনা করি। ছোটবেলার প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অনেক দামি। বৃষ্টিতে ভেজার মুহূর্ত সত্যি অসাধারণ। আপনি ফুটবল খেলতে ভালবাসতেন যেন ভালো লাগলো। আমাদের গ্রামেও দেখি বৃষ্টি হলে সবাই কাদা মেখে ফুটবল খেলায় মেতে ওঠে। আপনার ছোটবেলার মুহূর্তগুলো নিজের ছোটবেলাকে মনে করিয়ে দিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে আপনার মতামত শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার বৃষ্টিতে ভেজা দেখে আমারও শৈশবের কথা মনে হয়ে গেল। আমরাও এমন করে ছেলেবেলায় বৃষ্টিতে ভিজতাম। শৈশবের স্মৃতিগুলো এমন সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
শৈশবের স্মৃতিগুলো আমারও ভীষণ মনে পড়ে, তাইতো আপনাদের মাঝে তুলে ধরেছি। ধন্যবাদ আপু আপনাকে মতামত শেয়ার করার জন্য।
শৈশবে বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভেজার স্মৃতিগুলো সত্যিই অবিস্মরণীয়! লেখাটি পড়তে গিয়ে আমারও ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, আম কুড়ানো আর মায়ের বকুনি।চমৎকার অনুভূতি শেয়ার করেছেন, দারুণ লাগল। আপনার ছেলের জন্য দোয়া রইল, যেন দ্রুত সুস্থ হয়ে যায়।
জি ভাই ছোটবেলার প্রতিটি স্মৃতি এখন আমার খুব মনে পড়ে। ধন্যবাদ আপনাকে মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।