এক ঝাঁক হাঁসের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 days ago

শুভ রাত্রি 🌃
আজ ২০ ই ফেব্রুয়ারী,
রোজ বৃহস্পতিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।



1000000964.png

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম এক ঝাঁক হাঁসের ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।


1000000961.jpg

1000000962.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।


ব্যস্ততার কারণে ভিডিওগ্রাফি পোস্ট করা হয় না। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি পোস্ট করার জন্য। তাই সময় সুযোগে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং নিজের চোখে ভালো লাগার মতো জিনিসগুলো নিজের ফোন ক্যামেরায় বন্দি করি। আজকে সকালে ঘুম থেকে উঠে বাসার পেছনে মাঠের দিকে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ করে দেখতে পাই আমাদের আশেপাশের বাড়ি ঘর থেকে গৃহপালিত এক ঝাঁক হাঁস খেলাধুলা করছিল। সকালবেলা সামান্য রোদে হাঁস গুলো খুব সুন্দর করে বিচরণ করছিল। আমার কাছে হাঁস গুলো দেখে ভীষণ ভালো লেগে। অনেকদিন পর অনেকগুলো হাঁস একসঙ্গে দেখতে পেলাম, তাই বেশ কিছু ফটোগ্রাফি করি। প্রতি বছর আমি হাঁস পালন করি, কিন্তু গত বছর ধরে হাঁস পালন করা হয় না। কেননা এখন দেশী হাঁস গুলোতে বিভিন্ন রকম রোগ লক্ষ করা যায়, সামনে দিন গুলোতে চেষ্টা করব কিছু হাঁসের বাচ্চা এলে পালন করার জন্য। অনেকগুলো হাঁস একসাথে দেখে ভীষণ ভালো লাগে। তাই কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করেছি, আশাকরি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছেও ভালো লাগবে।



1000000959.jpg

1000000933.jpg

1000000938.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

গ্রামের বাড়িতে কম বেশি সবাই হাঁস পালন করে। শুধু তাই না হাঁস পালন করে অনেক মুনাফা অর্জন করেন। গ্রামের প্রতিটি ঘর থেকে দুই একটি করে হাঁস একত্রিত হয়ে অনেকগুলো হাঁস জমা হয়। গ্রাম অঞ্চলে এই ধরনের হাঁসের খামার সবচেয়ে বেশি দেখা যায়। দেশি হাঁস পালন করা লাভজনক। প্রায় তিন মাস পর্যন্ত ডিম পাওয়া যায়। আমি যখন সকালে হাঁটাহাঁটি করছিলাম তখন দেখতে পেলাম হাঁস গুলো খুব সুন্দর করে পানিতে গোসল করেছিল। দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি হাঁসগুলোর ভিডিও করার জন্য। কিন্তু আমি যখন ভিডিও করছিলাম তখন হাঁসগুলো আমার থেকে দূরে চলে যাচ্ছিল। অধিকাংশ হাঁস গুলো পুকুরের পানিতে গোসল করার পর রোদে দাঁড়িয়ে ছিল। তখন আমি বেশ কিছু ফটোগ্রাফি এবং ভিডিও করেছিলাম। ভিডিওটি দেখলে আপনারা সবাই হাঁসগুলোর বিচরন এবং খেলাধুলার সুন্দর দৃশ্য দেখতে পারবেন। নিচে ভিডিও লিংক রয়েছে। আশাকরি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে।

🎬 ভিডিও লিংক 🎬


"ভিডিও লিংক ইউটিউব"


এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালো লেগেছে, কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 💞।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

পোস্ট বিবরণ
বিভাগভিডিওগ্রাফি।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়এক ঝাঁক হাঁসের ভিডিওগ্রাফি।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ভিডিওগ্রাফার@nazmul01.

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9W1kesJpN2BiuSADQCjj6NcvWhgMR5iQsJZwBFd5F2dK8xiMFzTwtvQ1oKnHCdg5iSmNW3k2NujbXxK4XLEoQ6U9SmU.png

Sort:  
 3 days ago 
1000001052.jpg1000001054.jpg1000001056.jpg1000001057.jpg
 3 days ago 
 2 days ago 

বাহ আপনার প্রতিবেশীদের দেখতেছি বেশ অনেকগুলো হাঁস রয়েছে। চমৎকার একটি ভিডিও ক্যাপচার করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দারুন ছিলো। গোসল করার পর হাসেরা রোদে এরকম ভাবেই রোদ পোহায়। আপনার ভিডিওগ্রাফি দেখে দারুন একটা সময় উপভোগ করলাম, ধন্যবাদ।

 2 days ago 

জি ভাই আমাদের প্রতিবেশীদের প্রায় সবার ঘরে ঘরে দুই একটি করে হাঁস আছে। তাই সুযোগ বুঝে ভিডিও করে নিয়েছিলাম।

 2 days ago 

এক ঝাঁক হাঁসের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওটি দেখে মন ভরে গেল ভাই। আপনি আপনার ভিডিওর সাথে যে মিউজিকটি এড করেছেন সেটাও বেশ মানিয়েছে ভাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago (edited)

চেষ্টা করেছি ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর সাথে সামঞ্জস রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 2 days ago 

গ্রামাঞ্চলের হাঁস গুলো কিন্তু অনেক দেখা যায়। আর প্রত্যেক বাড়িতে এই হাঁস গুলো আছে। আজকে আপনি এক ঝাক হাঁসের ভিডিওগ্রাফি করেছেন। তবে এটি ঠিক এখন দেশি হাঁস গুলোর মধ্যে অনেক ধরনের রোগ দেখা যায়। তবে আপনার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো হাঁসের। ধৈর্য ধরে ভিডিওগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 15 hours ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 days ago 

গ্রামাঞ্চলে এমন সুন্দর হাঁসের সৌন্দর্য উপভোগ করা যায়। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে বেশ সুন্দর হাস দেখতে পেলাম। আপনার এক ঝাঁক হাঁসের ভিডিওগ্রাফি দেখো খুব ভালো লাগলো। এতো সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 15 hours ago 

আমার ভিডিওগ্রাফি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ গঠন মূলক মন্তব্য শেয়ার করার জন্য।