ফুল বাগানের ভিডিওগ্রাফি।
শুভ রাত্রি 🌃
আজ ১৮ ই মার্চ ,
রোজ মঙ্গলবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ফুল বাগানের ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
দৃষ্টিনন্দন কোনো কিছুর ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। তাই মাঝে মধ্যে চেষ্টা করি কীটপতঙ্গ ও পোকামাকড় এর ভিডিও করতে। তাদের খেলাধুলা ও বিচরণ নিজের ফোন ক্যামেরায় বন্দি করতে ভালো লাগে। আমি চেষ্টা করি প্রকৃতির মাঝে ভিন্ন কিছু সব সময় ভিডিও করার জন্য। তবে সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি পোস্ট করার জন্য মাঝেমধ্যে বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায়। যেহেতু রমজান মাস অফিসের খুব চাপ অনলাইন কাজ করতে অনেক হিমশিম হচ্ছে। দিন যাচ্ছে ব্যস্ততার মাত্র বেড়ে যাচ্ছে। গতকাল অফিসের গাড়ির জন্য পাম্পে গিয়েছিলাম গ্যাস নেওয়ার জন্য। স্টার গ্যাস ফিলিং থেকে প্রতিনিয়ত গাড়ির জন্য গ্যাস নেওয়া হয়। সে পাম্পে ফুলের বাগান করা হয়েছে। শীত মৌসুমে আমি অনেক ফটোগ্রাফি করেছিলাম এখান থেকে। আজকে সকালে ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি করার জন্য। অনেকদিন পর রাতে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ ও গাছপালা সবুজ রঙের ছোঁয়া লেগে আছে। শুধু তাই নয় ফুল গুলো দেখে ভীষণ সতেজ দেখাচ্ছিল। বিশেষ করে নয়নতারা ও ডায়ান্থাস ফুল চমৎকার রূপে সেজেছিল।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফুলের ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। আজকে চেষ্টা করেছি একটি ভিডিও ধারণ করার জন্য। ছোট ছোট টবের মাঝে চমৎকার ভাবে ফুটেছিল বিভিন্ন রঙের ফুল গুলো। তারমধ্যে উল্লেখযোগ্য হলো ভারবেনা ফুল, পিটুনিয়া ফুল এবং ডায়ান্থাস ফুলের সমাহার। সকাল সকাল ফুল গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের ফুলগুলো দিয়ে বাগান করলে সৌন্দর্য বৃদ্ধি করে। আমার কাছে ফুল অনেক ভালো লাগে। তাই যেখানে ফুল দেখতে পাই ফটোগ্রাফি এবং ভিডিও করি। আমরা সকলেই সৌন্দর্যের পূজারী। ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই চেষ্টা করেছি আপনাদের মাঝে নান্দনিক কিছু ফুলের ভিডিও ধারণ করতে। যাইহোক ভিডিওটি দেখলে আপনারা সবাই ফুল বাগানের অপরূপ দৃশ্য দেখতে পারবেন। নিচে ভিডিও লিংক রয়েছে। আশাকরি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালো লেগেছে, কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 💞।
বিভাগ | ভিডিওগ্রাফি। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫ |
বিষয় | ফুল বাগানের ভিডিওগ্রাফি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/8) Get profit votes with @tipU :)
এত এত ফুল দেখে তো মনটা ভালো হয়ে গেল। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি গুলো চমৎকার হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি এগুলো ক্যাপচার করেছেন। দেখে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমার ভিডিওগ্রাফি দেখে আপনার মন ভরে গেছে আমি জেনে ভীষণ খুশি হলাম আপু।
ধন্যবাদ আপনাকে।
বাহ গ্যাস পাম্পে ফুলের বাগান, দারুন একটি উদ্যোগ। যখন কোনো জায়গা এভাবে ফুলে ফুলে ভরা থাকে তখন সেখানে বারবার ছুটে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে তো কাজ না থাকলেও যেতে মন চায়। আপনার তো তাহলে এক ঢিলে দুই পাখি মারার মতো হয়েছে। ফুল বাগানের খুব সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার ভিডিও দেখেই বুঝা যাচ্ছে সেখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু এই ধরনের উদ্যোগ সাধারণত দেখা যায় না। গ্যাস পাম্পে অনেক সুন্দর করে ফুলের বাগান করা হয়েছিল। তাই তো আপনাদের মাঝে চমৎকার ভিডিও উপহার দিতে পেরেছি। ধন্যবাদ আপু কমেন্ট শেয়ার করার জন্য।
ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। আপনি দেখছি নয়নতারা ও ডায়ান্থাস ফুল এবং অন্যান্য ফুলের ভিডিওগ্রাফি করেছেন। তবে এরকম গ্যাস ফিলিং গুলোতে অনেক জায়গাতে ফুল গাছ রোপন করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যাই হোক চমৎকার ভিডিওগ্রাফিটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার ভিডিও দেখে যুক্তিযুক্ত মন্তব্য শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।