"টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে আমার পাওয়ার আপ ৫০ স্টিম"
শুভ সকাল 🌇
আজ ২৬ ই মার্চ,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
![]() |
---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো নিজের সক্ষমতা বৃদ্ধি করতে ৫০ স্টিম পাওয়ার আপ পোস্ট। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ উপলক্ষে সবাই বিভিন্ন শপিংমলে কেনাকাটা এবং কর্মব্যস্ত হয়ে পড়েছে। আমি মনে করি বিশেষ করে যারা চাকরিজীবি তাদের ব্যস্ততা সবচাইতে বেশি। তাছাড়া পরিবারের ও সংসারে কাজে মেয়েদের ব্যস্ততা অনেক। যাইহোক ঈদের মধ্যে দিয়ে সব কিছু কষ্টের অবসান ঘটবে। যেহেতু আমার অফিস খুবই সকালে তাই সেহরি খেয়ে ঘুমাতে পারিনি। কাজের ফাঁকে কিছু সময় পেয়ে চেষ্টা করেছি পাওয়ার পোস্ট করার জন্য। যাইহোক বুধবার দিনটি আমি পাওয়ার আপ পোস্টের দিন হিসাবে সিলেকশন করেছি।
আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য।যেহেতু নতুন বছর আমরা সবাই পদার্পন করলাম, তাই আমাদের শ্রদ্ধেয় এডমিন @rex-sumon ভাই নতুন প্রতিযোগিতা (ডিসেম্বর সিজন-৫) আয়োজন করেছেন। তাই আমিও নতুন টার্গেট নিয়েছি। প্রতি সপ্তাহে পাওয়ার আপ না করলে এখন ভালো লাগে না। “আমার বাংলা ব্লগের” প্রায় সকলেই পাওয়ার আপ করতে ভালোবাসেন এবং পাওয়ার আপ করছেন। আমি সকলেই পাওয়ার আপ পোস্ট দেখে উৎসাহ ও অনুপ্রেরণা পাই। আমি যেহেতু (ডিসেম্বর সিজন-৫) কে সামনে রেখে প্রথম পর্যায়ে টার্গেট নিয়েছি ৩০০০ এসপি পাওয়ার আপ করার জন্য। তাই সপ্তাহে একবার পাওয়ার আপ করতে চেষ্টা করবো। আমি নিজের সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপ করে এক ধাপ করে সামনে এগিয়ে যাচ্ছি।
যত বেশি পাওয়ার ততো বেশি সক্ষমতা। পাওয়ার আপের কোনো বিকল্প নেই।
আমি যখন পাওয়ার আপ সম্পর্কে জানতে পারি এবং সঠিক ভাবে বুঝতে পারি, আমাদের এসপি বেশি থাকলে আমরা বড় ধরনের ভোট দিয়ে ভালো মানের কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব। তাছাড়া এসপি গুলো বিভিন্ন প্রজেক্ট এ ডেলিগেশন দিয়েও ভালো মানের আর্ন করা সম্ভব। তাই স্টিম প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।
সেই ধারাবাহিকতায় আমি আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি। কেননা "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সকলেই পাওয়ার আপ করতে চায়। পাওয়ার আপ করলে নিজের লাভ। তাই অল্প অল্প করে যে স্টিম পাই সেটা দিয়ে আমি পাওয়ার আপ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো। তাই আজকের পাওয়ার আপ প্রক্রিয়া আপনাদের মাঝে শেয়ার করছি।
![]() |
---|
পাওয়ার আপ কারার জন্য আমি প্রথমে আমার স্টিম ওয়ালেটে প্রবেশ করি। এবং পাওয়ার আপের পূর্বে আমার ওয়ালেট এ স্টিম ছিল ৮২ এবং আমার স্টিম পাওয়ার রয়েছে ১৫৮০, এখন আমি ৫০ স্টিম সম্পূর্ণ আজকে পাওয়ার আপ করবো।
![]() |
---|
এবার আমি পাওয়ার আপ করার জন্য আমি স্টিম এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। এর পরে এমাউন্ট বসিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তার পরে প্রাইভেট এক্টিভ কি দিয়ে পাওয়ার আপ সম্পূর্ণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।
![]() |
---|
আপনারা এখন দেখতে পারছেন ৫০ স্টিম পাওয়ার আপ হয়ে গিয়েছে। এবং নিচে দেখতে পারছেন আমার মোট ১৬৩০ স্টিম পাওয়ার আপ হয়েছে।
পূর্বের পাওয়ার | ১৫৮০ এসপি। |
---|---|
পাওয়ার আপ | ৫০ স্টিম। |
বর্তমান পাওয়ার | ১৬৩০ এসপি। |
আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আমি আরও এক ধাপ এগিয়ে গেলাম। আশাকরি এভাবেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এ ছিলো আমার আজকের আয়োজন। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আশাকরি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | টার্গেট ডিসেম্বর সিজন-৫। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫ । |
বিষয় | ৫০ স্টিম পাওয়ার আপ। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
পাওয়ার আপ | @nazmul01 |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1904714428941295752?t=OV996yMH9Y8dgzcGizJvCQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1904720817356984738?t=hdren957UJhuqCVTgLbkwQ&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1904722224986415244?t=uQAEkTeKE4k-Kiatkr9yLA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1904729051597856777?t=I6yc2WGkI1TVZZFQMMy_PA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1904730764358672603?t=7Nqsvyr9ScZQAtgkEenINA&s=19
X-Promotion
ভাই আপনি আজকে অনেক বড় এমাউন্ট এর পাওয়ার আপ করলেন থেকে ভীষণ ভালো লাগলো। আমাদের সবার উচিত প্রতি সপ্তাহে এভাবে পাওয়ার বৃদ্ধি করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেশ বড় এমাউন্টের পাওয়ার আপ করার মাধ্যমে পাওয়ার আপ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আমাদের প্রত্যেকের উচিত পাওয়ার আপ করা। পাওয়ার আপ করলে আমরা নিজেরাই লাভবান হবো। নিজের আইডি সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে ভালো লাগলো।
একাউন্টঃ @nazmul01
পাওয়ার বৃদ্ধিঃ =3.16456%