আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
শুভ দুপুর 🌅
আজ ২২ ই নবেম্বর,
শুক্রবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি।
সবাইকে পবিত্র জুম্মা মোবারক। শুক্রবার সপ্তাহিক ছুটির দিন। তাই শুক্রবার দিন পরিবারের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আমি শুক্রবার সকাল থেকেই খুব ব্যস্ত থাকি পারিবারিক কাজকর্মে। যে সকল কাজগুলো বাসায় মহিলাদের করতে খুবই কষ্ট হয়, সে কাজগুলো চেষ্টা করি ভাগ করে নেওয়ার জন্য। তাছাড়া বাসার পিছনে বেশ কিছু জায়গা খালি পড়ে ছিল, সে জায়গাতে শীতকালীন সবজি বেগুন চারা, টমেটো চারা ও শীত লাউ খেতে কাজ করি। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। মোটামুটি কাজ কমপ্লিট করে বসে পড়ি পোস্ট করার জন্য। আমি যেহেতু প্রতি শুক্রবার ফটোগ্রাফি পোস্ট করি। তাই যথারীতি ভাবে আজকে একটি ফটোগ্রাফি পোস্ট করবো। কিছুদিন আগে আমার বাসার আশেপাশে থেকে বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। আজকে সেগুলো আপনাদের মাঝে গুছিয়ে উপস্থাপনা করতে চেষ্টা করবো। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে।**
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন বনফুলের ফটোগ্রাফি। এবং সাদা ও হলুদ রঙের ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বনফুল আমার জানা মতে কম বেশি সবাই পছন্দ করেন। এই ফুল গাছে প্রচুর কাঁটা ছিল। কাঁটা গুলো খুবই বিষাক্ত, তাই দূর থেকে চেষ্টা করেছি ক্যামেরা ফোকাস করার জন্য। এই ধরনের সাদা রঙের ছোট ছোট বনফুল গুলো রাস্তার পাশে সব সময় দেখা যায়। আমি সকালে হাঁটতে গিয়ে দেখি খুব সুন্দর করে ফুটে উঠেছে, তাই ফোন ক্যামেরায় বন্দি করেছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
উপরে দেখতে পাচ্ছেন পাকাঁ ধান ক্ষেত ও পিঁপড়ের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি গুলো আমি মনের আনন্দে করেছিলাম। আমার বাসার পিছনে প্রচুর পরিমানে জায়গা নিয়ে ধানক্ষেত চাষাবাদ করা হয়। আম প্রায় প্রতিদিন মাঠে ফসল ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। বর্তমান সময়ে সবগুলো ধান পেকে গিয়েছে। তাই কৃষকের মুখে খুশির হাসি ফুটে উঠেছে। গতবারের তুলনায় এবারেও ধানের চাষাবাদ অনেক অংশে ভালো হয়েছে। গত সপ্তাহে বিকেলের দিকে হাঁটতে গিয়ে আমি পাকা ধান ক্ষেতের ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফি করার সময় কিছুক্ষণ পর আরও একটি পিঁপড়া দেখতে পাই ধান ক্ষেতের ভিতরে হাটাহাটি করছিল। তখন আমি কালো পিঁপড়া কেউ আমার ক্যামেরার ফ্রেমে বন্দী করে ফেলি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি আজকে সকালেই করেছি। আমার নিজ হাতে লাগানো মিষ্টি কুমড়া গাছে ফুল ধরেছে। তাই দেখতে ভীষণ সুন্দর লেগেছিল। আমি যখন সকালে বেগুন ও টমেটো চারা বীজ রোপণ করেছিলাম তখন এই হলুদ ফুলের সৌন্দর্য আমার চোখে ভেসে উঠে। হলুদ রঙের কুমড়ো ফুল খুবই সতেশ ছিল তখন। তাই সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে ফেলি এবং আজকেই আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ঘাস ফড়িং এর ফটোগ্রাফি আমি ধান ক্ষেতের পাশ থেকে করেছিলাম। বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ধন খেতে প্রচুর ঘাস দেখতে পাওয়া যায়। কিন্তু ধান কাটার পর এগুলো আর খুঁজে পাওয়া যায় না। আমি ছোট বেলায় ছোট ছোট পাখি স্বীকার করতাম লালন পালন করার জন্য। সে পাখিগুলোকে খাবার খাওয়াতে ধান ক্ষেতের ভিতর থেকে এ পোকা গুলো ধরে একটি প্লাস্টিকের বোতলে বন্দি করে রাখতাম। এখনো মনে পড়ে সেই সোনালী দিনগুলোর কথা। যাইহোক পোকামাকড় আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই দেখা মাত্রই ক্যামেরা বন্দি করি। তবে ঘাস ফড়িং টি অনেক শান্ত ছিল। তাই আমি খুব সহজেই কিছু ফটোগ্রাফি করতে পারি। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | ফটোগ্রাফি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | আমার তোলা রেনডম ফটোগ্রাফি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
আপনি চমৎকার কিছু ছবি নিয়ে এসছেন আজ আমাদের মাঝে৷ প্রতিটি ছবিই অসাধারণ লাগছে দেখতে। ধানের ছবিগুলো বেশি ভালো লাগছে দেখে৷
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য গুলোর ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা ধানের শীষের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। ধানের শীষের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পাকা ধানের ফটোগ্রাফি। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি প্রতি শুক্রবার করে একটি করে ফটোগ্রাফির পোস্ট শেয়ার করেন জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।
ফটোগুলো দারুন সুন্দর তুলেছেন ভাই। সব থেকে বড় কথা ভীষণ উজ্জ্বল হয়েছে ছবিগুলি। মনে হচ্ছে যেন ডিজিটাল ক্যামেরায় তোলা। পিঁপড়ের ছবিটি অসাধারণ এসেছে। এছাড়াও একদম প্রথমে বনফুলের ছবিটিও ভীষণ উজ্জ্বল এবং স্পষ্ট হয়েছে। প্রত্যেকটি ছবির ফোকাস লেন্থ খুব অসাধারণ।
প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে আমারও অনেক ভালো লাগে। বিশেষ করে ধানের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। পাকা ধানের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লাগলো আমার কাছে। মিষ্টি কুমড়া ফুলের ফটোগ্রাফিও খুবই সুন্দর হয়েছে। বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।
ভাই সব গুলো ছবিই অনেক সুন্দর হয়েছে তবে ধানের শীষের ছবি টি অসম্ভব সুন্দর লেগেছে। আপনি অনেক সুন্দর করে ছবি তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।