আমার সবজি বাগানের ভিডিওগ্রাফি।
শুভ রাত্রি 🌃
আজ ৭ ই ফেব্রুয়ারী,
রোজ শুক্রবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার সবজি বাগানের ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আপনার হয়তো সকলেই জানেন আমি আমার বাসার পেছনে বেশ কিছু খানি জায়গায় সবজি বাগান করেছি। শীত মৌসুমের শুরুতে সেখানে বেশ কিছু চারা রোপন করে ছিলাম। আমি সবজি চারা এগুলো মূলত নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম, শীতকালে সবজি গাছগুলো খুব সুন্দর করে বেড়ে উঠেছে। শাক সবজি বাজার থেকে বিভিন্ন সময় কেনা হয়। তাই নিজ উদ্যোগে চিন্তা করেছি বাসার পেছনে খালি জায়গায় সবজি বাগান করলে কেমন হয়। তাই সে বাগানে টমেটো, বেগুন, লাউ, কাঁচা মরিচ,ধনিয়া পাতা সহ আরো অন্যান্য শাক সবজি রোপন করেছি। আমি প্রতিনিয়ত বাগানে গাছগুলোকে যত্ন করি। শুধু তাই নয় সকাল-বিকাল নিময় করে পানি দেওয়া হয়। তাই গাছে দ্রুত ফলন চলে আসে। আপনারাও চেষ্টা করবেন নিজেদের অবশিষ্ট জমি পড়ে থাকলে সেখানে চাষাবাদ করার জন্য। সকালে আমি বাগানের কিছু ফটোগ্রাফি এবং ভিডিও করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। নিজের বাগানের প্রতিটি গাছে সবজি দেখে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশাকরি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
শীতকালে বিভিন্ন সবজি বাজারে পাওয়া যায়, কিন্তু বাজার সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারণে পছন্দ সবজি গুলোর দাম আকাশ ছোয়ার মতো। তবে এই শীত মৌসুমে কাঁচা শাকসবজি দাম অনেক কম ছিল। সামনে ঈদ উপলক্ষে আবারও বাড়তে পারে। তাই আমি চাহিদা সম্পন্ন কিছু সবজি আমার বাগানে চাষাবাদ করেছি। তার মধ্যে অন্যতম কাঁচা মরিচ, টমেটো, বেগুন এবং লাউ। এই সবজি গুলো আমি খেতে ভীষণ পছন্দ করি। আশা করা যায় সামনে রোজা উপলক্ষে গাছের বেগুন দিয়ে বেগুনি তৈরি করে খেতে পারবো। তাই আমি আমজুরি বেগুন ও লম্বা বেগুন গুলো রোপন করেছি। তবে মাঝে চেষ্টা করেছি বড় বেগুন গাছ রোপন করার জন্য। সে বেগুন গাছে বড় বেগুন ধরেছে। আমি সকালে পানি দিতে গিয়ে দেখতে পেরেছি। শুধু তাই নয় মাটির উপরে মাচাঁ তৈরি করে সেখানে কিছু লাউ গাছ লাগিয়েছিলাম। সে গাছে লাউ ধরতে শুরু করেছে এখন। নিজের রোপন করা বাগান হতে স্বাস্থ্যসম্মত সবজি পাওয়া যায়। যাইহোক আমি সম্পূর্ণ বাগানের ছোট একটি ভিডিও করেছি এবং কিছু ফটোগ্রাফি করেছি, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করেছি।আশাকরি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে। নিচে ভিডিও লিংক রয়েছে। আশাকরি ভিডিও দেখার পরে আপনাদের কাছেও ভালো লাগবে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালো লেগেছে, কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 💞।
বিভাগ | ভিডিওগ্রাফি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | আমার সবজি বাগানের ভিডিওগ্রাফি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion