এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করা অনেক সহজ বলে মনে হয়। কিন্তু তৈরি করার সময় বোঝা যায়, এগুলো আসলে কত কঠিন এবং সময় সাপেক্ষের ব্যাপার। অরিগ্যামি গুলো উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা অনেক বেশি কষ্টকর। তবুও আপনি সুন্দর করে থ্রিডি হার্ট তৈরি করার উপস্থাপনাটা তুলে ধরার চেষ্টা করেছেন। এটা দেখেই তো আমার অনেক ভালো লেগেছে।
অরিগ্যামি বানানোর চেয়ে ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন। তবুও চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।