You are viewing a single comment's thread from:
RE: (এসো নিজে করি) আর্ট :- ছোট কাঠের টুকরোর উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
জল রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমন কি জল রং এর করা পেইন্টিং দেখতেও আমি অনেক বেশি পছন্দ করি। আপনি কয়েকটা কালারের জল রং ব্যবহার করে অনেক সুন্দর দেখতে ছোট কাঠের টুকরোর উপরে একটা পেইন্টিং করেছেন, যেটা একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম পেইন্টিং গুলো যত বেশি সুন্দর করে করা হয় ততই ভালো লাগে দেখতে। আর এগুলো করার জন্য নিজের ভেতরে ধৈর্যের দক্ষতা এসব কিছু থাকার প্রয়োজন বেশি হয়।
জল রং দিয়ে সব সময় সুন্দর কিছু পেইন্টিং করার চেষ্টা করি