আপনি প্রতিনিয়ত এত সুন্দর অরিগ্যামি তৈরি করেন, যেকোনো দেখলেই আমার কাছে ভালো লাগে। দক্ষতাকে কাজে লাগিয়ে যদি সুন্দর করে ভাঁজে ভাঁজে বক্স গুলো তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি তো এরকম সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আর দেখতেও অনেক ভালোবাসি। কালারফুল এত সুন্দর বক্সটা দেখে জাস্ট মুগ্ধ হলাম। আপনি সত্যি অনেক সুন্দর কাজ করেন সব সময়।
আমিও পছন্দ করি কোন কিছুর অরিগ্যামি তৈরি করতে।ভাঁজে ভাঁজে কোন কিছু তৈরি করা। মন্তব্যের জন্য ধন্যবাদ।