ইফতার পার্টি দেওয়ার কথাটা যদিও মজা করে শুভ ভাইয়াকে আপনি বলেছিলেন, কিন্তু তিনি তো দেখছি এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। বৃষ্টি চাকি দিদির বাসায় ইফতার পার্টিটা হয়েছিল শুনে ভালো লেগেছে। আপনাদের সবাইকে একসাথে দেখেই ভালো লেগেছে অনেক বেশি। খিচুড়ি দেখতে একেবারে লোভনীয় লাগতেছে। আমার তো মনে হয় আমি থাকলে আরো বেশিই খেতাম 😁। হা হা হা। দুইটা রেসিপি তৈরির দায়িত্বে তাহলে দুইজন ছিল এটা ভালোই করেছেন। ইফতারের সময় এগুলো হলে তো বেশ ভালোই জমবে।