তারা যেভাবে এই কাজটা করছে এটা তো কেউ কখনো ধরতেও পারবেনা। তবে এটা করাও তাদের জন্য একেবারে উচিত হচ্ছে না। আপনারা যেহেতু শুধুমাত্র এক কেজি মাংস রান্না করতে দিয়েছিলেন, তাই হয়তো আপনারা এটা বুঝতে পেরেছেন। তারা সুযোগে সৎ ব্যবহার করে। চোর কয় রকমের এবং কত প্রকার হতে পারে এটা আন্দাজ করে নিলাম আপনার পোষ্ট পড়ে। এরকম চোরও যে হয়, এটা আমি একেবারেই জানতাম না। আপনাদের সাথে বাস্তবিকভাবেই এটা ঘটেছে তাহলে। অন্যদের জন্য কিন্তু এটা সচেতন মূলক একটা পোস্ট হয়েছে।
হয় ভাই আরো অনেক ধরনের চোরই হয়। তবে আমরা আসলে বুঝতে পারি না সঠিক সময়ে সেটা।