লাভ লাইন নাটকটার রিভিউ আপনি অনেক সুন্দর করে লিখেছেন, যেটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই নাটকটা আমি কিছুদিন আগেই দেখেছিলাম। আর যখন আমি নাটকটা দেখেছিলাম। তখন তো পুরো নাটকটা দেখতে খুব ভালোই লেগেছিল আমার কাছে। এটা কিন্তু একেবারে ঠিক কথা জোভান এবং নিহা বরাবরই সেরা হয়। এই নাটকের মধ্যে সবাই অনেক সুন্দর অভিনয় করেছে। নায়ক প্রথমে একজনকে ভালোবেসে ঠকেছিল, তাই পরবর্তীতে আর একজনকে ভালোবাসার পরও ভেবেছিল ঠকে যাবে। যাইহোক ভালো লাগলো রিভিউটা।
একদম ঠিক ধরেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼