You are viewing a single comment's thread from:

RE: গল্প:(ফাঁদ। )পর্ব -১

in আমার বাংলা ব্লগlast year (edited)

মৌ অনেক বেশি সুন্দরী একটা মেয়ে ছিল, তাই তো সে কালো মানুষকে দেখতে পারত না। তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করত। তেমনভাবেই তাদের কলেজে নতুন স্যার এসেছিল, যিনি ছিলেন কালো। যার কারণে সে তার মায়ের কাছেও ওনার সম্পর্কে বলেছিল উনি কতটা কালো। পরবর্তীতে যখন দেখলো পড়ালেখা সবকিছু ভালোভাবে বোঝায় এবং ভালোভাবে পড়ায়, তখনই আবার স্যারের ভক্ত হয়ে উঠল সে। আর স্যারের কাছে প্রাইভেট পড়ার জন্য যাবে বলেছে। প্রথম পর্ব টা ভালো লাগলো। দ্বিতীয় পর্ব কিরকম হয় এটা জানার অপেক্ষায় আছি।