You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা এই কয়েকদিন কিন্তু তাকদির মুভিটার চতুর্থ পর্বের জন্য অপেক্ষায় ছিলাম। আর আজকে চতুর্থ পর্ব টা পড়তে পারলাম সম্পূর্ণ। চতুর্থ পর্ব টা পড়ে আরো অনেক কিছু জানতে পেরেছি এবং কি অনেক ভালো লেগেছে। কিন্তু এখন তো দেখলাম আরো বেশি বিপদে পড়তে যাচ্ছে তারা। কারণ মন্টুর কথা মতো তারা আফসানার লাশটা তুলে নিতে এসেছে। কারণ সে জানিয়েছে আফসানার পেটের মধ্যে ওই মেমোরি কার্ড রয়েছে। এখন তো আবার দেখলাম তারা লাশটা উঠাচ্ছে ঠিকই কিন্তু গাড়িটার জন্য ধরা খেয়ে যাবে। গাড়িটা সাইলেন্ট না করার কারণেই তো বেঁচে উঠেছিল, আর আশেপাশের লোকজন লাইট জ্বালিয়ে বাইরে বের হতে শুরু করেছে। আফসানা কিন্তু অনেক ভালো একটা সাংবাদিক তা এই পর্বটা পড়ে বুঝতে পেরেছি। আসলে কিছু কিছু সাংবাদিক রয়েছে অন্যদের খারাপ মুখোশ সবার সামনে নিয়ে আসার জন্য নিজেরাই মৃত্যুবরণ করে। তেমনি আফসানা চেয়েছিল চেয়ারম্যানের মুখোশ সবার সামনে নিয়ে আসার। যার জন্য সে অনেক কষ্ট করে অনেক প্রমাণ জোগাড় করেছিল। বিশেষ করে ওই মেমোরি কার্ড টা অনেক গুরুত্বপূর্ণ। এখন তাহলে দেখতে হবে তারা কি বিপদে পড়ে, নাকি ভালোভাবে লাশটা নিয়ে যেতে পারে। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম দাদা।