প্রিয়াঙ্কা এবং কুন্তলের সম্পর্কটা প্রথম প্রথম তো অনেক ভালো ছিল, কিন্তু এখন তো দেখছি তাদের জীবনে অন্য একজন ঢুকে গিয়েছে। যদিও এখানে ওই মেয়েটারও কোন দোষ নেই, কারণ সে জানে কুন্তল অবিবাহিত। প্রিয়াঙ্কা কিন্তু সবশেষে এই বিষয়টা বুঝে গিয়েছে। আর ঐশীর সাথে কথা বলার পর তো আরো বেশি স্পষ্ট সে। এখন তো আমি ভাবছি এই গল্পটির পরবর্তী পর্বে কি হতে চলেছে। অপেক্ষায় থাকলাম ভাই পরবর্তী পর্ব টা দেখার।