You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- সাত সুরের মেজাজ ( সিজন ২- পঞ্চম পর্ব)
রুদ্রভৈরব দেখছি একটা লোককে পাঠালো দিতিপ্রিয়াকে মারার জন্য। নলীত বাবু আর তার মেয়ে দিতিপ্রিয়া তাদের প্রাণ বাঁচাতে আনন্দগড় ছেড়ে চলে যেতে চাইলো। কিন্তু রাস্তায় তাদেরকে মেরে ফেলতে চাইলেও রুদ্র ভৈরবের পাঠানো লোকটি। অন্যদিকে নাদ তাদেরকে বাঁচালো। কিন্তু বাঁচিয়ে নিজে কেন কিডন্যাপ করল এটাই বুঝলাম না। এটা অনেকটা ধোঁয়াশা থেকে গেল। এদিকে বিক্রম আর শ্রুতি দেখছি খুব সুন্দর ভাবে শশীকান্ত বাবুর দ্বারা স্বরলিপি ক্র্যাক করে ফেলেছে। এতে আবার শশীকান্ত বাবু ভীষণ খুশি হলো। কিন্তু রাগ সঞ্জীবনী উদ্ধার করবে কিভাবে বুঝতে পারছি না। পরের পর্বে এটা নিশ্চয়ই দেখতে পারবো। এ পর্বটা পড়েও ভীষণ ভালো লাগলো। পরের পর্ব দেখার অপেক্ষায় রইলাম।