General Writing: স্বপ্ন বাস্তবায়নের একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম।
ABB 20 মার্চ ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আমরা সবাই অবশ্যই জানি পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম এমন একটা জিনিস যেটা সবসময় আমাদেরকে নিজেদের স্বপ্ন পূরণে অনেক বেশি সাহায্য করে থাকে। আর এই জন্য আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাও আবার কঠোর পরিশ্রমের মাধ্যমে। যেখানে কঠোর পরিশ্রম থাকবে সেখানে সফলতা অবশ্যই আসবে। কে কখনো কঠোর পরিশ্রম করে না সে কখনো পারেনা নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে। আর বাস্তবে অবশ্যই আমরা স্বপ্ন পূরণ করতে চাই, কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া এটা সম্ভব হবে না কখনো।
কঠোর পরিশ্রম একটা মানুষকে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যায় অনেক ভালোভাবে। আমরা স্বপ্ন দেখতে অনেক বেশি ভালোবাসি, আর স্বপ্নের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু কয়জন মানুষ পারে নিজের স্বপ্নকে এভাবে বাস্তবে পরিণত করতে। যে মানুষ নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে থাকে, সে একদিন অবশ্যই তার স্বপ্নটা পূরণ করে নিতে পারে। তার জন্য অবশ্য আমাদের মধ্যে কঠোর পরিশ্রমটা রাখতে হবে, আর এটার জন্য অনেক ধৈর্যও দরকার।
ধৈর্য যেমন একটা জিনিস যেটা সব সময় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এগিয়ে যাওয়ার পথে আমরা যদি হঠাৎ করে হোঁচট খেয়ে থেমে যাই, তাহলে কেউই কখনো নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবো না। কঠোর পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। কেউ যদি মনে করে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো কঠোর পরিশ্রমের দরকার নেই, তাহলে তার এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণই ভুল। কারণ একজন মানুষের সফলতার পেছনে কঠোর পরিশ্রম সব থেকে বেশি থাকে।
একটা মানুষের জীবনে কখনোই সফলতা হঠাৎ করে চলে আসে না। এই সফলতা আসে তার অনেক বেশি পরিশ্রমের মাধ্যমে। যে স্বপ্নটা আমরা সব সময় দেখি, ঐটার পেছনে আমাদেরকে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে । আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি ওটা সত্যি কারের স্বপ্ন নয়। বরং আমরা যে স্বপ্নটার জন্য ঘুমাতে পারি না ওটাই হচ্ছে সব থেকে বড় স্বপ্ন। আর প্রতিটা মানুষের এমন কিছু স্বপ্ন রয়েছে যেটা সে পূরণ করতে চায়। এর জন্য তার সর্বপ্রথম কাজ হচ্ছে কঠোর পরিশ্রম করা।
আমরা যদি শুধু স্বপ্নই দেখি, আর স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা না করি, তাহলে কখনো সে স্বপ্নটা পূরণ হবে না। আমরা আমাদের স্বপ্ন পূরণ করার সময় অনেক বার ব্যর্থ হবো। কিন্তু সেই ব্যর্থতাকে মেনে না নিয়ে আমাদেরকে ধৈর্য ধরে আবারো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ধৈর্য এবং পরিশ্রম যার মধ্যে থাকে সে ব্যর্থ হওয়ার পরেও এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সফলতা অর্জন করে। আর এজন্য স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের তো অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আমি এজন্য এটাই বলব, স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1902612389893161361?t=s47c5-F58w5eCZiFZrqb0A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ধৈর্য এবং পরিশ্রম না থাকলে জীবনে এগিয়ে চলা সম্ভব হয় না। আসলে সাফল্যের প্রধান চাবিকাঠি হল পরিশ্রম। আপনি একদম ঠিক বিষয়ে সঠিক কিছু কথা লিখেছেন ভাই। পরিশ্রম না করে যারা খুব সহজে সাফল্য হাসিল করতে চায় তারা আসলে কখনোই জীবনে সফল হতে পারে না।
তুমি একেবারে বাস্তবতাকে অনেক সুন্দর করে তুলে ধরেছ। আপনার পরিশ্রম এমন একটা জিনিস যেটা আমাদেরকে অনেকদিন নিয়ে যায়। আর পরিশ্রম যে করে সে কখনো ব্যর্থ হয় না। অনেক সুন্দর করে পুরোটা আমাদের মাঝে তুমি তুলে ধরেছ। পুরোটা আমার কাছে অনেক ভালো লাগলো পড়ে। এত সুন্দর করে এটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম ছাড়া আসলে আর কিছুই নেই।শুধু স্বপ্ন দেখলে কাজ হবে না।স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।আপনি আজ এই বিষয়টি নিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
দারুন একটি টপিক নিয়ে লিখেছেন ভাই আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। স্বপ্ন পূরণ বা বাস্তবায়নের প্রধান উপায় হল পরিশ্রম। পরিশ্রম না করলে জীবনে সফলতা আসে না।বাস্তব সম্মত কিছু কথা লিখেছেন। প্রত্যেকটি মানুষকে জীবনের সাথে যুদ্ধ করে পরিশ্রম করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পরিশ্রম আর ধৈর্য যে কোনো সফলতার মূল চাবিকাঠি,এই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।স্বপ্ন দেখা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি দরকার তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করা। হোঁচট খেয়েও যদি কেউ ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে, সফলতা একদিন তার দ্বারপ্রান্তে আসবেই। দারুণ অনুপ্রেরণামূলক লেখা ,শুভকামনা রইল।