যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারব
ABB 3 জুন ২০২৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
"যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারব।"
ব্যর্থতা একটা মানুষকে কখনোই পেছনে ফেলে রাখার জন্য আসে না। বরং ব্যর্থতা আমাদেরকে আরো অনেক কিছু শেখানোর জন্য আসে আমাদের জীবনে। যতবার আমরা ব্যর্থ হবো ততবার অনেক কিছু শিখতে পারবো। এজন্য একটা মানুষের জীবনে ব্যর্থতা আসাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যর্থ হলে থেমে থাকা একেবারেই উচিত নয়। বরং ব্যর্থতা আসলে আমাদেরকে আবারও চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আমাদের যদি চেষ্টা না থাকে, তাহলে আমরা কখনোই কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না।
আমরা ব্যর্থ হওয়ার পর যে চেষ্টা চালিয়ে যাই, ওই চেষ্টার উপরে আমাদের সফলতা নির্ভর করে থাকে। কারণ আমরা যদি চেষ্টা না করি তাহলে সফলতা অর্জন করতে পারবোনা। আর চেষ্টা করলে একদিন না একদিন অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারব। আর এগুলোর মাধ্যমে আমরা অনেকবার সফলতা অর্জন করতে পারব। আর আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া নিয়ে অনেকেরই অনেক মাথাব্যথা থাকবে। মানুষের কথায় আমাদেরকে কান না দিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে।
একটা মানুষের এগিয়ে যাওয়ার পথে অনেক ধরনের সমস্যার সম্মুখীন থাকে হতে হয়। আর সেই সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে অনেক কিছুর মোকাবেলা করতে হয়। আর একটা সমস্যা যখন সমাধান করার জন্য যায়, তখন অনেক কিছুই শিখতে পারে এবং অনেক কিছু জানতে পারে। হাজার বার ব্যর্থ হওয়ার মাধ্যমেই মানুষ একবার সফলতা অর্জন করতে পারে। সবকিছুর জন্য একটা মানুষের ভেতরে ধৈর্য থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যার ভেতর যত বেশি ধৈর্য থাকে সে তত ভালোভাবে নিজের জীবনটাকে সাজাতে পারে।
মানুষের এগিয়ে যাওয়ার পথে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে কাজ করে থাকে। ব্যর্থ হলেও ধৈর্যের মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমরা আমাদের লক্ষ্যগুলো পূরণ করার জন্য চেষ্টা করি। যতবার ব্যর্থ হই ততবার চেষ্টা করার ফলে আমরা খুবই ভালো ভাবে সফলতা অর্জন করতে পারি। আমাদের চেষ্টা চালিয়ে যাওয়ার উপরে আমাদের সফলতা সরাসরি নির্ভর করে থাকে। এজন্য চেষ্টা চালিয়ে যাওয়া থেকে বিরত থাকলে চলবে না। বরং বারবার চেষ্টা চালিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
একমাত্র আমাদের চেষ্টা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। প্রতিনিয়ত কাজ করা, অনেক বেশি পরিশ্রম করার মাধ্যমে সবাই সফলতা অর্জন করে। আমরা সবাই অনেক রকম স্বপ্ন দেখি। আর স্বপ্ন পূরণ করার জন্য অনেকেই চেষ্টা করে। যারা স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করে তারাই পারে সফল হতে। কিন্তু যারা চেষ্টা করে না তারা কখনো পারেনা। এইজন্য প্রতিটা মানুষেরই উচিত শতবার ব্যর্থ হলেও চেষ্টা করা। এটার মাধ্যমে সবাই বুঝতে পারে তারা সফলভাবে সফলতা অর্জন করতে পারবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1940635014653489566?