অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে কোট তৈরি

in আমার বাংলা ব্লগ4 days ago

2️⃣ABB অরিগ্যামি 9 জুলাই 2025 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20250620-WA0027.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে কোট তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে কোট তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে যে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব ভালো লাগে আমার কাছে। আজকে আমি রঙিন কাগজ ব্যবহার করে কোট এর অরিগ্যামি তৈরি করার জন্য চেষ্টা করেছি। বিভিন্ন রকম ভাঁজের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করা লাগে। ভাঁজ গুলো যদি একবার এলোমেলো হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যায়। এজন্য সাবধানতা অবলম্বন করে অরিগ্যামি গুলোর ভাঁজ সুন্দর করে দেওয়া লাগে। আমি উপস্থাপনার মাধ্যমে সুন্দর করে এই অরিগ্যামি গুলো তৈরি করার পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি। কেউ চাইলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে। আশা করছি আপনাদের সবারই অসম্ভব ভালো লাগবে দেখতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাপগুলো।

IMG-20250620-WA0025.jpg

উপকরণ

রঙিন কাগজ
কলম

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।

IMG20250619214658.jpg

ধাপ 2️⃣

এরপর ভাঁজটা খুলে নিয়ে উপরের অংশ থেকে একটি ভাঁজ করে নিলাম।

IMG_20250620_115756.jpg

ধাপ 3️⃣

এরপর একই রকম ভাবে নিজের অংশ থেকেও একটি ভাঁজ করে নিন

IMG20250619214840.jpg

ধাপ 4️⃣

এরপর কাগজটা উল্টো করে নিয়ে উপরের অংশ থেকে কিছুটা অংশ ভাঁজ করে নিলাম।

IMG_20250620_115809.jpg

ধাপ 5️⃣

এরপর কাগজটা ঠিক করে নিয়ে দুই পাশ থেকে কিছু অংশ ভাঁজ করে নিলাম।

IMG20250619215222.jpg

ধাপ 6️⃣

এরপর কাগজের কিছু অংশ খুলে নিলাম।

IMG20250619215347.jpg

ধাপ 7️⃣

এরপর একটি কলমের সাহায্যে কয়েকটা বোতাম এঁকে নিলাম। এরকম ভাবে দুইটা তৈরি করে নিলাম আশা করি আপনাদের পছন্দ হবে।

IMG_20250620_115823.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250620-WA0023.jpg

IMG-20250620-WA0026.jpg

IMG-20250620-WA0024.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 4 days ago 

নিঃসন্দেহে চমৎকার একটি সৃষ্টিশীল কাজ।রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি কোট তৈরির ধাপে ধাপে উপস্থাপন একেবারে পরিষ্কার ও উপভোগ্য হয়েছে। বিশেষ করে বোতাম আঁকার অংশটা খুবই সৃজনশীল লেগেছে। আপনার নিখুঁত ভাঁজ এবং ধৈর্য্যপূর্ণ উপস্থাপনা সত্যিই প্রশংসার দাবিদার। এভাবে সৃষ্টিশীল কাজগুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

কাগজ দিয়ে তৈরি করা কোর্ট চমৎকার হয়েছে ভাইয়া। অনেকদিন আগে আমিও কোট তৈরি করেছিলাম। এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে ভীষণ সুন্দর দুটি কোট আপনি তৈরি করেছেন। ভীষণ সুন্দর করে এই কোট তৈরি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এমন সুন্দর একটি কোট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 4 days ago 

ওয়াও দারুন একটি অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আপনার তৈরি করা এত সুন্দর সুন্দর কোট দেখে আমার অনেক ভালো লাগলো।ধাপ গুলোও খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 days ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিসপত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কোট তৈরি করেছেন। আপনার তৈরি করা কোর্ট টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি একদম নিখুঁতভাবে অরিগ্যামিটি সম্পন্ন করেছেন।

 3 days ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে কোট তৈরি করেছ আজকে। তোমার তৈরি করা অরিগ্যামি দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরাও মুশকিল। তবুও তুমি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছ দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামি গুলো।

 3 days ago 

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে কিন্তু চমৎকার লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার কোট বানিয়েছেন। তবে আপনার বানানো কোট অসাধারণ হয়েছে। যদিও এই কোট গায়ে দেওয়া যাবে না। ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে এত সুন্দর কোট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।