ইসলামী সংগীত:- ওগো আমার প্রাণের নবী

in আমার বাংলা ব্লগyesterday

ABB 23 মার্চ ২০২৫ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000247214.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি ইসলামিক সংগীত পরিবেশন করেছি। আমার ইসলামিক সংগীত পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে ইসলামী সংগীত গুলো গাই। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামী সংগীত পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।

YouTube ইসলামী সংগীত শুনতে ক্লিক করুন

ইসলামী সংগীত : ওগো আমার প্রাণের নবী


ওগো আমার প্রাণের নবী

ওগো আমার প্রাণের নবী সালাতু সালাম লক্ষ কোটি তোমার প্রেমে জীবন গড়ি তোমার তরে বাঁচি-মরি।

প্রিয়নবী আল্লাহর নূর সৃষ্টির মূল উৎস অতুলনীয় অদ্বিতীয় তুলনা যে হয়না। ঐ

প্রিয়নবী হাজির নাজির, আল্লাহ তাআলার ঠিকানা কোরআন হাদিস অহরহ করে তা ঘোষণা। ঐ

সালাতু সালাম তোমারই শান, ঈমান ইসলামের প্রাণ সালাতু সালাম আল্লাহর হুকুম, জীবন সংস্কৃতির মূল। ঐ

তোমার প্রেমে বদর-ওহুদ তোমার প্রেমে কারবালা তোমার প্রেমে কুল কায়েনাত স্বয়ং আল্লাহ উজ্জ্বালা। ঐ

শরীয়ত-তরিকত হাকীকত মারেফাত সব কিছুর মূলেই আছে নারায়ে রেসালাত। ঐ

জানি তুমি দয়ার সাগর দয়া মোদের করোনা তুমি দয়া না করিলে শাফায়াত যে পাবনা। ঐ

আল-আসহাব আউলিয়া, তাদের তরে শুকরিয়া যাদের ত্যাগ ও সাধনায় ঈমান পেলাম আমরা। ঐ

গাউছে পাক খাজা বাবা, তোমার প্রেমের ঠিকানা তাঁদের কাছে না পৌছিলে তোমার দেখা মিলেনা। ঐ

চারিদিকে বাতিলের প্রভাব, আমরা তোমার গোলামেরা তোমার প্রেমেই উৎখাত করব সব বাতেল ফেরকা। ঐ

ইমাম হায়াত তোমার আপন, তাঁর আপন আমরা ইনসানিয়াত কায়েম করব তাঁর দিশায় চলিয়া। ঐ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 yesterday 

তুমি সব সময়ের মতো আজকেও খুব সুন্দর একটি ইসলামিক সংগীত কভার করেছ। আমার কাছে তো তোমার কন্ঠে এই ইসলামিক সংগীত শুনতে খুব ভালো লেগেছে। এই ইসলামিক সংগীতটা আমার অনেক বেশি পছন্দের। আমার কাছে তোমার খালি গলায় এটা শুনতে সবথেকে বেশি ভালো লেগেছে।

 yesterday 

1000253764.jpg

 yesterday 

1000253769.jpg

 yesterday 

আপনার কণ্ঠে সুন্দর এই ইসলামিক সংগীত যেনো এক প্রশান্তির বাতাস বইয়ে দিল ।খালি গলায় গাওয়া প্রতিটি শব্দে এক ধরনের গভীরতা ও আন্তরিকতা ছিল, যা হৃদয় ছুঁয়ে যায়। এমন মধুর কণ্ঠে প্রিয় সংগীত শুনতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। আশা করি, ভবিষ্যতেও আপনার কণ্ঠে আরও মন ছুঁয়ে যাওয়ার মতো সংগীত শুনতে পাবো।ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

খুব সুন্দর একটি ইসলামী সংগীত আপনি কভার করে শেয়ার করলেন। মাশাআল্লাহ আপনার শেয়ার করা ইসলামী সঙ্গীত শুনে অনেক ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লাগে ইসলামিক সংগীত গেয়ে এবং কভার করে শেয়ার করে নিতে। তবে সময় সুযোগের অভাবে সব সময় সুযোগ হয় না। আপনার গজলটি শুনে খুব ভালো লেগেছে।