You are viewing a single comment's thread from:

RE: কিভাবে আপনিও এবিউজ ধরতে পারেন (How to caught abuser) || দুইটি টিপস এবিউজ ধরার।

in আমার বাংলা ব্লগ3 years ago

পে আউট হওয়া পোস্ট এ রিপ্লাই দিলে সেগুলো
কাউন্ট হয় কিনা

এটা বুজিনি ভাইায়া। আর আরেকটি বিষয় বুজিনি আপনার লেখা কবিতা কিভাবে কপিরাইট এ ধরেছিলো? এটা আপনার কবিতা ছিলো না, জাস্ট আবৃত্তি করেছেন?

যাইহোক অনেককিছু শিখতে পারলাম। সকলের উচিত এবিউজ ধরতে সাহায্য করা ।

Sort:  
 3 years ago 

ধরুন আপনি অনেক আগের পোস্ট এ যেয়ে কমেন্ট করলেন বা কোনো কমেন্ট এর রিপ্লাই দিলেন। সেগুলো engagement হিসাবে গণনা হয়ে যায়।

আর কবিতা আমার ছিলোনা। আমি কানা বগির ছা এই কবিতাটি আবৃত্তি করে নিচে আবার লিখে দিছিলাম কবিতার লাইন গুলো। তখন cheetah বট কপিরাইট ধরে। আমিও জানতাম না যে এভাবেও কপিরাইট হয়ে যাবে। পরে ওদের ডিস্কোর্ড চ্যানেল এ যেয়ে আপিল করি। তারপর পোস্ট এ সোর্স যুক্ত করার পর আমাকে ছাড় দেয়।

 3 years ago 

জি ভাইয়া এবার বিষয়টি ক্লিয়ার হয়েছে৷ ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ভাবে বিষয়টি বুজিয়ে দেওয়ার জন্য।