You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলার স্কুল জীবনের স্মৃতি || 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ3 years ago

আপু আগের ২টাকা ছিল এখনকার ৫০ টাকার সমান। ১ টাকা দিয়ে ৪টা চকলেট দিতো। আগের দিনগুলোই ভালো ছিলো। আপনার মতো আমরা আম ফাটিয়ে লবন ও মরিচের গুঁড়ো দিতে সেই মজা করে খেতাম।এবং বিভিন্ন রঙের আইসক্রিম খেতাম আর বন্ধুদের বলতাম দেখ আমরাটা বেশি সুন্দর😂। সেই দিন গুলো অনেক মনে পড়ে।আর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতাম। যেমন বালিশ খেলা,ঝুড়িতে বল নিক্ষেপ, সুঁই সুতা,হাঁড়ি ভাঙা ও চেয়ার খেলা। আরো কত কী। আমি প্রায় সবগুলোতেই কিছু না কিছু হতাম। আমার কাছে এখনো অনেকগুলো পুরষ্কার সংরক্ষিত আছে।

Sort:  
 3 years ago 

হা হা,অনেক রঙের ছিলো।এই কমলা,সবুজ,আরো কত রকমের। বল নিক্ষেপ খেলেছি,স্মৃতি পরীক্ষা ও খেলেছি।ভালো লাগলো,আপু।ধন্যবাদ আপনাকে।