ভাতিজাকে নিয়ে অনেক দিন পর ভাইয়ের বাসায় -10%shy-fox beneficiares এর জন্য

আসসালামু আলাইকুম
বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করি আল্লাহপাকের মেহেরবানীতে ভালো আছেন।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার ভাতিজার সাথে কাটানো কিছু মুহূর্ত। আমরা ভাই -ভাবি ঢাকায় থাকলে ও আমার ভাতিজা গ্রামে তার নানির কাছে থাকে।

IMG_20211224_073317.jpg

তো ভাতিজা গ্রাম থেকে অনেকদিন পর ঢাকায় আসছে। তার আব্বু আম্মুর কাছে । কিন্তু আমার ভাই ব্যস্ত ছিল এবং ভাতিজার বয়স মাত্র ১১ বছর তাই সে ছোট একা বাসায় যেতে পারবে না। এই জন্য তাকে নিয়ে আামার বাসায় যেতে হলো। তো আমার বাসা থেকে সদরঘাট কাছেই কারন আমি চকবাজার থাকি। তো আমি তাকে নিয়া গাড়িতে উঠলাম মিরপুর যেতে হবে।

IMG_20211224_102024.jpg

গাড়িতে বসে আমরা অনেক মজা করলাম এবং কিছু পিক তুললাম। ছবি দেখেই বুঝতে পারছেন চাচা ভাতিজা মিলে কতোটা মজা করলাম। আসলে চাচা ভাতিজার ভালোবাসা অন্য রকম। সেটা তাঁরাই বুজবো যাঁদের ভাতিজা আছে৷ তারাই বুঝবে। আর আমি মনে করি ভাতিজাকে ভালোবাসতে হবে নিজের ছেলের মতোন তবেই চাচা ভাতিজার ভালবাসা সার্থক হবে।

IMG_20211224_170651.jpg

তারপর অবশেষে তাদের বাসায় গেলাম মা তার ছেলে কে দেখা মাত্র বুকে জরিয়ে নিলো, দু গালে চুমা দিলো। আসলে মায়ের কাছ থেকে সন্তান দূরে থাকলে খুবই কষ্টকর। অনেক দিন পর দেখলো যে মা তার ছেলেকে একটা দিন না দেখে থাকতে পারে না, সে মা এতো দিন পরে তার ছেলেকে দেখলো এখন কি যে করবে। আমি শুধু চাইয়া চাইয়া দেখতাছি মা ছেলের ভালবাসা কতটা গবির।

IMG_20211224_073329.jpg

আমার ছোট একটা ভাতিজি ও আছে সে তো আমাদের দেখে খুব খুশি। সে আমার সাথে সেলফি তুলবে। তার ছবি গুলো দেখেই বুঝতে পারছেন যে আমাদের পেয়ে কতো টা খুশি।
সবাই আমার ভাইয়ের ছেলে-মেয়ের জন্য দোয়া করবেন।

আজ এ পর্যন্ত ই সবাই ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

@mustafiz99, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।

পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়মঃ

একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।

আশা করছি একটি পরিচিতিমূলক পোস্ট লিখে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যাত্রা শুরু করবেন। ধন্যবাদ।

জি আপু অবশ্যই। আমাকে সর্তক করার জন্য ধন্যবাদ