শখের ফটোগ্রাফি পর্ব-৬৮" নীল আকাশ"

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • আকাশের ফটোগ্রাফি
  • ২৯,জুন ,২০২৫
  • রবিবার

আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আজকের পর্ব সাজিয়েছি ভিন্ন ভিন্ন নীল আকাশ নিয়ে।


1000022206.jpg

1000022079.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

প্রতিদিন সকালবেলা যখন আমরা চোখ মেলি, তখন আকাশের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। নীল আকাশ যেন আমাদের দিনের শুরুটা সুন্দর করে দেয়। বিশাল আকাশজুড়ে ছড়ানো সেই নীল রঙ আমাদের মনে শান্তি এনে দেয়।

1000021990.jpg

1000021917.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

আকাশ শুধু নীলই নয়, মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায়। সেই মেঘগুলো আকাশকে আরও সুন্দর করে তোলে। ছোটবেলায় আমরা অনেকেই মেঘের আকার কল্পনা করে নানা কিছু দেখতাম—কখনো হাতি, কখনো নৌকা। এই খেলাটা আজও মজার।

1000020887.jpg

1000020889.jpg

1000019272.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

আকাশের নিচেই ছড়িয়ে আছে সবুজ প্রকৃতি। গাছপালা আমাদের পৃথিবীর রং বাড়িয়ে তোলে। শহর হোক বা গ্রাম, গাছ দেখলেই মনটা ফুরফুরে হয়ে যায়। সবুজ পাতার ভেতরে যেন জীবনের একটুকু শান্তি লুকিয়ে থাকে।সবুজ গাছপালা শুধু চোখের শান্তিই নয়, আমাদের পরিবেশের জন্যও খুব জরুরি। গাছ অক্সিজেন দেয়, বাতাস পরিষ্কার রাখে। গাছ ছাড়া আমরা টিকে থাকতে পারি না। তাই গাছ লাগানো আর রক্ষা করা খুব দরকার।



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 last month 

নীল আকাশের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। নীল আকাশের অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দি করেছেন আর দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।

 last month 

আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখলে সবাই মুগ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক ভালো লাগে। পছন্দের ফুলের ফটোগ্রাফি হলে তো কোনো কথাই নেই। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।

 last month 

ভাইয়া আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো।বিশেষ করে আকাশের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

আপনি দেখছি খুব চমৎকার চমৎকার নীল আকাশের ফটোগ্রাফি করেছেন। আসলে ঘুরতে গেলে আমি নিজেও এরকম আকাশ দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। কারণ আকাশের সৌন্দর্য সব সময় কিন্তু অসাধারণ থাকে। ধন্যবাদ চমৎকার চমৎকার নীল আকাশের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।